Municipality Election meeting for Egra and Contai municipality.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলায় এবার পুরভোটের লড়াইয়ে তৃণমূলের লক্ষ্য তিন পৌরসভা। এই জেলার তমলুক, কাঁথি ও এগরা পুরসভায় ক্ষমতা ধরে রাখাই এখন শাসক শিবিরের পাখির চোখ। আর সেই লক্ষ্যে তিনটি পুরসভায় ভোট পরিচালনার জন্য গড়া হল বিশেষ কমিটি। মাস কয়েক আগেই দুই সাংঠগনিক জেলার বিভাজন ঘটিয়েছে তৃণমূল নেতৃত্ব। তমলুক সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে তমলুক পুরসভা।
আরও পড়ুন:- শহরের রাস্তাতেই মরণফাঁদ! প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে
আরও পড়ুন:- খড়্গপুরে বিধ্বংসী আগুন! ভস্মীভূত ২ টি দোকান
আর দলের কাঁথি সাংগঠনিক জেলার অধীনে পড়ে কাঁথি ও এগরা পুরসভা। তবে দুই সাংগঠনিক জেলায় পুরভোটের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। শাসক দল কমিটি তৈরি করে ভোটের কাজে নেমে পড়লেও বিরোধীদের ময়দানে দেখা যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে জেলার কাঁথি ও এগরা পুরভোটের পাঁচজনের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। আর সেই নির্বাচনী কমিটির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তথা এগরার বিধায়ক তরুণকুমার মাইতি জানান। নির্বাচনী কমিটির কনভেনার হয়েছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।
Municipality Election
আরও পড়ুন:- করোনা আক্রান্তদের পাশে মেদিনীপুর পুরসভা,পরিবারে পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন জিনিসপত্র
আরও পড়ুন:- আমন্ত্রণ পত্রে বিধায়কের নাম বিভ্রাট ও বিতর্ক গায়ে মেখে শুরু ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল উৎসব
এছাড়াও বাকি চার সদস্য হলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, দলের জেলা সভাপতি তরুণবাবু, জেলা কমিটির চেয়ারম্যান অভিজিৎ দাস ও পটাশপুরের প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর। ওই কমিটি আজ, বুধবার কাঁথি পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকা হয়। এবং দুই পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক হবে। প্রসঙ্গত, ২০১৫ সালে তমলুক, কাঁথি ও এগরা পুরসভা ভোটে তৃণমূল জয়ী হয়ে ক্ষমতা দখল করে।
আরও পড়ুন:- ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল
২০২০ সালে সেই বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর কোভিড পরিস্থিতিতে ভোট স্থগিত হওয়ায় প্রশাসক নিয়োগ করা হয়। বিধানসভা ভোটের সময় তিন পুরসভাতেই বেশকিছু ‘দাদার অনুগামী’ তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন। কিন্তু, বিধানসভা ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়তেই তাঁদের সিংহভাগ ফিরে এসেছেন। কাঁথি পুরসভার গত বোর্ডের পাঁচ-ছ’জন কাউন্সিলার ফেরার অপেক্ষায় আছেন।
আরও পড়ুন:- মাদুলিতেই সারবে করোনা! খবর পেয়ে পুলিশ যেতেই বেপাত্তা ‘মাদুলিবাবা’
পুরভোটের মুখে শাসক শিবির এনিয়ে মেপে পা ফেলতে চাইছে। তবে তিন পুরসভাতেই প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখনে ঝাঁপিয়েছে তৃণমূল। শাসক শিবির হোমওয়ার্কের কাজে নেমে পড়লেও বিজেপি, সিপিএম কিংবা কংগ্রেসকে এখনও সেভাবে দেখা যায়নি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, আমরা শীঘ্রই নির্বাচনী কমিটি তৈরি করে ভোটের কাজ শুরু করব।
আরও পড়ুন:- সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নয়া মেশিন মেদিনীপুর পুরসভায়, শহরে ৩টি গভীর নলকূপের উদ্বোধন করলেন বিধায়ক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Municipality Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore