Egra Municipality
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহর তৃণমূলের ৮ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড এর এক বেসরকারি সভাগৃহে কর্মীসভা আয়োজিত হয়। এ দিনের কর্মীসভায় তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, রাজ্য সরকারের উন্নয়ন এবং সমাজিক পরিষেবা প্রদান নিয়ে মানুষেরকাছে আমাদের কর্মী বাড়ি যাচ্ছেন, পাড়া বৈঠক শুরু করেছেন। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। তাই এগরা পুরসভায় তৃণমূল নিরঙ্কুশ জয়লাভ করবে।
আরও পড়ুন:- ঝাড়গ্রামে জাতীয় সড়কের ধারে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার নব নিযুক্ত সভাপতি সুদাম পণ্ডিত বলেন, “বিজেপি ১৪-০ এগরা পুরসভা দখল করবে। লোকসভা, বিধানসভা দুটি নির্বাচনে বিজেপি পুর। এলাকায় এগিয়ে রয়েছে। পুর এলাকার অনুন্নয়নই তৃণমূলের পরাজয় নিশ্চিত
করবে। বিজেপির হাত ধরে এগরায় উন্নয়ন আসবে।” এদিকে পুরভোটের আগেই নাগরিক পরিষেবায় জোর দিচ্ছে এগরা পুরসভা। ভোট টানতে ‘দুয়ারে সরকার’ থেকে ‘পাড়ায় পাড়ায় সমাধান’, এগরাবাসীর সব সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন পুর প্রতিনিধিরা। স্বাস্থ্যসাথী, বিধবাভাতা, বার্ধক্যভাতা, পানীয় জলের প্রকল্প, বাদ যাচ্ছে না কোনওটাই।
Egra Municipality
আরও পড়ুন:- বিদ্যুতের সমস্যার সমাধান নিয়ে খড়্গপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে দুপক্ষের হাতাহাতি
আরও পড়ুন:- সম্প্রীতির নজির মেদিনীপুরে, চল্লিশ বছর ধরে মাজার আগলে চমৎ সেতুয়া
বর্তমান এগরা পুরসভার প্রশাসক স্বপন নায়ক। তার আগে এগরা পুরসভার প্রশাসক ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর বেরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হওয়ায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এমনটাই মত এলাকাবাসীর। এর পরেই উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ করে এগরা পুরসভা। উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা পরিষদ সদস্য পার্থসারথি দাস, এগরা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌস্তব দাস, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কবিতা প্রধান, কার্তিক দাস, শেখ আকতার, তাহের মল্লিক, লিয়াকত অালি, অম্বিকেশ মাইতি, সেক নাসির, মালেক মল্লিক, শেখ রফিউল, সেক রাজু ।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ করে এগরা পৌরসভা নির্বাচনে বিজেপি পর্যদুস্ত করে ১৪-০ ফলাফল সুনিশ্চিত করতে হবে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় ভাবমূর্তি কে পাথেয় করে শুধু পৌরসভা নির্বাচনে বিপুল জয় সুনিশ্চিত করা নয় জননেত্রী কে প্রধানমন্ত্রী করার লক্ষে সকলকে সম্মিলিত ভাবে ঝাপিয়ে পড়তে হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগরা পৌরসভায় তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়ের কামনা করেন জেলার প্রাক্তন সহকারী সভাধিপতি ও জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা শিক্ষাবিদ মামুদ হোসেন।
আরও পড়ুন:- ফের দুঃসাহসিক ডাকাতি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে, নগদ সাত লক্ষ টাকা ও ১১ ভরি সোনা লুটের অভিযোগ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Egra Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore