Arrested Headmaster
আরও পড়ুন ঃ– আকালের বাজারেও অফ-ক্যাম্পাসিংয়ে রেকর্ড চাকরি মেদিনীপুর কলেজে
পত্রিকা প্রতিনিধি: সরকারি স্কুলের এক মহিলা শিক্ষাকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও নিচুজাত বলে কটাক্ষ করার অভিযোগে গ্রেফতার হল স্কুলের প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)জেলার কাঁথি(Kanthi) সাবাজপুট (Sabajput)এলাকায়।উল্লেখ্য, কাঁথি সাবাজপুট হাইস্কুলের প্রধান শিক্ষক নন্দীশ নিয়োগী( Nandish Niyogi) স্কুলের পিয়নে কাজ করেন মৌসুমী দাস(Mousumi Das) নামে এক মহিলা শিক্ষাকর্মী মহিলাকে নিচজাত বলে গালাগাল করতে প্রধান শিক্ষক বলে অভিযোগ। তবে শুধু তাই নয় স্কুলের রুমের মধ্যে ঢুকতে দিত না ও রেজিস্টার খাতায় সইও পর্যন্ত করতে দিত না বলে অভিযোগ। আরও অভিযোগ স্টাফ রুমে বসতে বারণ করে দেয় প্রধান শিক্ষক ।তবে স্কুলের প্রধান শিক্ষককে এহেন আচরণে চরম অপমান বোধ করি এবং মানসিকভাবে ভেঙ্গে পড়ি। স্কুলে ঢুকতে বারণ করে দেয় প্রধান শিক্ষক । মানসিকভাবে ভেঙে পড়ার কারণে গর্ভে থাকা ৮ মাসের সন্তান নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন ঃ– পূর্ব মেদিনীপুরে আবাস যোজনার টাকা উপভোক্তার বদলে তৃণমূল নেতার অ্যাকাউন্টে, চাঞ্চল্য
Arrested Headmaster
সুবিচারের আশায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, মহকুমা শাসক অতিরিক্ত পুলিশ সুপার একাধিক আধিকারিককে দ্বারস্থ হয় ওই স্কুলের শিক্ষাকর্মী মহিলা। এরপর গত ১০ আগস্ট কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের স্কুলের শিক্ষা কর্মী মহিলা।অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে কাঁথি থানার পুলিশ। এরপর বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করে।তবে এবিষয়ে স্কুলের শিক্ষাকর্মী মহিলা মৌসুমী দাস বলেন “স্কুলের প্রধান শিক্ষক নিচু জাত বলে প্রায় গালিগালাজ করতো। স্কুলের স্টাফ রুমে বসে দিত না। রেজিস্টার খাতায় সই করতে দেয়নি। প্রধান শিক্ষককে এহেন আচরণে অপমান বোধ করি ও মানসিকভাবে ভেঙ্গে পড়ি। মানসিকভাবে ভেঙে পড়ার কারণে আমার গর্ভে থাকা সন্তান নষ্ট হয়ে যায়।
প্রধান শিক্ষককে উপযুক্ত শাস্তি চাই। শুধু আমার সঙ্গে নয় স্কুলের রান্না করতে আসা মহিলাদের নিচু জাত বলে অপমান করতো “।কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস(Amalendu Biswas) বলেন ” মহিলার অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে এসটি আ্যডে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে “। যদিও গ্রেফতার প্রধান শিক্ষকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন ঃ– ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের বেলপাহাড়িতে, ক্ষোভ বন দফতরের বিরুদ্ধে
আরও পড়ুন ঃ– আজকের রাশিফল – ১৪ আগষ্ট ২০২১, বাঃ – ২৮ শ্রাবণ ১৪২৮
আরও পড়ুন ঃ– মেদিনীপুর শহরের এক হোটেলে মধুচক্রের আসর, হানা দিয়ে কয়েকজনকে আটক করল পুলিশ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Arrested Headmaster
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore