police
আরও পড়ুন ঃ– সরকারী প্রকল্পের সুবিধা পেতে ব্যাঙ্কিং জটিলতা কাটাতে মেদিনীপুরে বৈঠক চার মন্ত্রীর
পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিডিও অফিসে বিক্ষোভ আশাকর্মীদের
পত্রিকা প্রতিনিধিঃ দুয়ারের সরকার দুয়ারে রেশনের পর দুয়ারে পুলিশ (Duare Police)। রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতে এবং সকলে যাতে আইনি সহায়তা পান তার জন্য রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিল। নির্বাচনের আগে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প যে কতটা সফলতা পেয়েছে তা প্রমাণ করে দিয়েছে নির্বাচনের ফল। এবার রাজ্য সরকারের এই দুয়ারে পুলিশ প্রকল্প চালু হচ্ছে জেলায় জেলায়। সেই মতো মঙ্গলবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)জেলা পুলিশ আরাক্ষাধ্যক্ষের উদ্যোগে ও পটাশপুর(Pataspur) থানার ওসি দীপক কুমার চক্রবর্তী’র(Dipak kumar chakraborty) পরিচালনায় পটাশপুর-১( pataspur1 block)ব্লকের বড়হাট (Borohat)গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে আয়োজিত হয় ‘দুয়ারে পুলিশ’। এদিন এবার- দুয়ারে পুলিশ কর্মসূচির সূচনা করেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক(Uttam Barik)। তিনি বলেন, আপনারা পুলিশকে আপনারা ভয় পাবেন না। পুলিশ মানুষের সাথে ও মানুষের পাশে রয়েছে। তাছাড়া আপনাদের নিজেদের কোন সমস্যায় পড়লে থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন। নিজেদের হাতে কোনোভাবে আইন তুলে নেবেন না।
তাছাড়া সাধারণ মানুষের অভিযোগের কথা শুনে পুলিশ তা নথিভুক্ত করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কোভিডের(Covid 3rd Wave) তৃতীয় ঢেউ নিয়েও পুলিশ কর্মীরা জনগণকে সচেতন করবেন। তাছাড়া ‘দুয়ারে পুলিশ ‘ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়বে বলে মত পুলিশ কর্তাদের। গ্রামাঞ্চলে অনেকে আছেন যাঁরা পুলিশের কাছ পর্যন্ত পৌঁছতে পারেননা, তাঁদের দুয়ারে পৌঁছে যাবে প্রশাসন। বেশ কিছু প্রত্যন্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষজনের সমস্যা বিষয়ে তথ্য সংগ্রহ করবে পুলিশ এই কর্মসূচির মাধ্যমেই বলে জানা যাচ্ছে। তাছাড়া দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এই পরিস্থিতিতে দুয়ারে পুলিশ কতটা সফলতা পাবে তা সময় বলবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
police
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore