Home » “এমন কিছু কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগে ডিউটি করতে হয় ”- এসপি’কে হুমকি শুভেন্দুর

“এমন কিছু কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগে ডিউটি করতে হয় ”- এসপি’কে হুমকি শুভেন্দুর

by Biplabi Sabyasachi
0 comments

Threatened

আরও পড়ুন ঃফি মুকুবের দাবিতে পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের

পত্রিকা প্রতিনিধিঃ “ আপনাদের হাতে রাজ্য সরকার থাকলে, আমাদের হাতে কেন্দ্র সরকার আছে”। পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার ভোট পরবর্তী হিংসা ও বিজেপির নেতা কর্মীদের নামে মামলার প্রতিবাদে  সোমবার এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহন করতে এসে এমনই মন্তব্য করলেন রাজ‍্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের(Nandigram) বিধায়ক শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এদিন তিনি বলেন, এরাজ্যে একাধিক জায়গায় ভোট হিংসা অশান্তি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এতে একাধিক পুলিশ(Police) কর্তার নাম রয়েছে। তাছাড়া দিদিমণি ও অভিষেক কেউই বাঁচাতে পারবে না। এই জেলায় এক বাচ্চা ছেলেকে পাঠানো হয়েছে।দেখে দেখে আমাদের বিজেপির নেতা কর্মীদের ধরে ধরে তাদের নামে মামলা দিচ্ছে।

আরও পড়ুন ঃঝাড়গ্রামে ছেলের কাঠের গোডাউনে মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব চিত্র

এখনোও সময় আছে সচেতন হন। না হলে আগামীদিনে ভবিষ্যৎ অনেকটাই খারাপ হবে। পাশাপাশি এদিন তিনি জেলার এসপি অমরনাথকে হুমকি দিয়ে বলেন, আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার। “ এমন কিছু কাজ করবেন না যাতে করে কাশ্মীরের(Kashmir) অনন্তনাগ ডিউটি করতে হয় ”। অপরদিকে  তিনি ৯ই আগস্ট ভারতছাড়ো আন্দোলনের দিন,ঐদিন প্রায় ১ লক্ষ মানুষের জমায়েত করবেন বলে জানালেন তিনি।জেলাজুড়ে বিজেপি(Bjp) কর্মীদের ওপর তৃণমূল(Tmc)গুন্ডাদের বর্বরোচিত আক্রমণ, পুলিশের (Police) দলদাসের ভূমিকা, বুড়ি বুড়ি মিথ্যাকেসে  বিজেপি কর্মীদের ফাঁসানো, জাল ভ্যাকসিন (Vaccine) কার বারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির ডাকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ(Police) সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ডেপুটেশনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিনের কর্মসূচিতে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল, খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সভাপতির নবারুণ নায়েক সহ বিজেপির কয়েকশো কর্মী-সমর্থক। তবে এই বিক্ষোভ ও ডেপুটেশন ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিস চত্বরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Threatened

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.