Home » বিধ্বস্ত শঙ্করপুর-সহ একাধিক এলাকা পরিদর্শনে দিলীপ ঘোষ

বিধ্বস্ত শঙ্করপুর-সহ একাধিক এলাকা পরিদর্শনে দিলীপ ঘোষ

by Biplabi Sabyasachi
0 comments

Dilip

আরও পড়ুন ঃরেশন সামগ্রী বেআইনিভাবে বাজারে বিক্রি , খড়গপুরে গ্ৰেফতার ২

পত্রিকা প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রীর (Chief Minister) দিঘা (Digha) সহ পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা পরিদর্শনের পর ‘যশ ‘(Yass)- এর তান্ডবে ক্ষতিগ্রস্ত এই জেলার একাধিক এলাকা পরিদর্শন( Inspection)
করলেন বিজেপি রাজ‍্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

উল্লেখ্য ,গত বুধবার ঘূর্ণিঝড় ‘যশ’ (Yass) তান্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে পর্যটন কেন্দ্র দিঘা সহ বেশকিছু এলাকা। ফলে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলাজুড়ে। আর সেই ক্ষয়ক্ষতি এলাকাগুলি পরিদর্শন ও তা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী(Chief Minister) দিঘায়(Digha) প্রশাসনিক বৈঠক করেন। এরপর আজ, শনিবার  পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার ব্যাপক ক্ষতিগ্রস্ত এলাকা হেঁড়িয়া(Henria), খেজরী(Khajeri) , কাঁথি (Contai), দাদণপাত্রবাড়(Dadanpatrabar), শৌলা(Soula) সহ শঙ্করপুরের (Sankarpur) জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেনবিজেপির রাজ‍্য সভাপতি তথা মেদিনীপুরের  সাংসদ দিলীপ ঘোষ(Dilip Ghosh)। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মানুষজনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন , চিত্র – শুভম সিং

এদিন রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)বলেন ,এই জেলার মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ । সমুদ্রের প্রবল জলস্রোতে এই জেলার সব থেকে বেশি মাছের ভেড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি বহু মানুষের কাঁচাবাড়ি ঘরবাড়ি জলের স্রোতে ভেঙে গিয়েছে। তাছাড়া রাজ‍্য সরকারের পক্ষ থেকে গ্ৰাম-পঞ্চায়েতের কর্মীদের লাগিয়ে খুব তাড়াতাড়ি মেরামতি করা উচিত। যাতে কেউ বঞ্চিত না হয়। তাছাড়া লক্ষ লক্ষ টাকা ব্যায় করেও প্রতিমাসে বাঁধ ভেঙে যাচ্ছে।  যে বাঁধ ভেঙে যাচ্ছে সেই কাঁচামাটিতে আবার বাঁধ নির্মাণ করা হচ্ছে। এর স্থায়ী সমাধান করা দরকার। তাছাড়া দিঘার সমস্ত ঝাউ গাছ কেটে দিয়ে সমস্ত বালিয়াড়ি গুলিকে দখল করে হোটেল ও বাড়ি তৈরি হচ্ছে। হোটেল পুরো দিঘা সমুদ্র পযর্ন্ত চলেছে এসেছে। টাকা উপার্জন করতে গিয়ে পরিবেশ’কে নষ্ট করা হচ্ছে , আর তার পরিনাম হিসেবে দিঘায় এতবড়ো জলোচ্ছ্বাস। পাশাপাশি সিএএ লাগু প্রসঙ্গে তিনি বলেন ,  ১৯৫৫ সালের যে নাগরিকত্ব আইন আছে সেই আইনের দ্বারা নাগরিকত্ব নিতে চায় তারা আবেদন করতে পারবেন। তাছাড়া যে যে রাজ‍্য সরকার সহযোগিতা করবে, যেখানে এই ধরনের লোকেরা আছে তাদের সুযোগ দেওয়ার জন্য এই আইন লাগু করা হয়েছে। তাছাড়া মুখ্যসচিব আলাপ বন্দোপাধ্যায় (Alapon bandyopadhyay) প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যেটা করা উচিত , সেটাই হচ্ছে। এদিনের কর্মসূচিতে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, ২০২১ বিধানসভা নির্বাচনে রামনগর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী স্বদেশ রঞ্জন নায়ক, জেলা সাধারণ সম্পাদক সুদাম পন্ডিত ও অসীম মিশ্র সহ আন‍্যান‍্য দলীয় কর্মীরা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Dilip

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.