শুভম সিং: গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা।তবে এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলায় করোনায় মৃত্যু হল কাঁথি লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী ডাঃদেবাশীষ সামন্তর।তবে এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শাসকদলের এগরার তৃনমূল বিধায়ক সমরেশ দাস । Contai Corona, Contai Corona, Contai Corona,corona dead purba medinipur, coronavirus in purba medinipur, covid-19
আরও পড়ুন- বেলদা জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনা, মৃত লরির চালক
বিজেপি সুত্রে জানা গিয়েছে,ডাঃ দেবাশীষ সামন্ত করোনা আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস ধরে কলকাতার মেডিকাতে চিকিৎস্যাধীন ছিলেন।এরপর চিকিৎসা চলাকালীন হঠাৎই বুধবার সকাল মেডিকা হাসপাতালে তার মৃত্যু হয়।তবে বিজেপির নেতার অকাল প্রয়ানে শোকাহত কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি কর্মীরা।উল্লেখ্য, ২০১৯ এর কাঁথি লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন ডাঃদেবাশীষ সামন্ত।এরপর লোকসভা ভোটে ১ লক্ষ ১১ হাজার ৫৬৮টি ভোটে পরাজিত হয়েছিলেন তিনি।তবে তৃনমূল প্রার্থী শিশির অধিকারী ভোট পেয়েছিলেন ৭ লক্ষ ১১ হাজার ৮৭২টি।অপরদিকে ডাঃ দেবাশীষ সামন্তের প্রাপ্ত ভোট ছিলো ৬ লক্ষ ২০৪টি।
এবিষয়ে জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই বলেন,আমাদের দলের লড়াকু নেতা তথা চিকিৎসক ডঃ দেবাশীষ সামন্ত করোনায় আক্রান্ত হয়ে আজ সকালে পরলোকগমন করেছেন।তাই দেবাশীষ সামন্তের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।তাঁর বিদ্রোহী আত্মার শান্তি কামনা করি ও তাঁর পরিবারকে সমবেদনা জানাই।তবে গত লোকসভা নির্বাচনে ভারতী জনতা পার্টি শাসকদলের বিরুদ্ধে যে লড়াই করেছিল তাতে দেবাশীষ সামন্তের সহযোগিতা অনস্বীকার্য।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi