Health officer
আরও পড়ুন ঃ–মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভার নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
পত্রিকা প্রতিনিধি:পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) কোলাঘাট (Kolaghat) পাইকপাড়ি সরকারি বেশ কয়েকদিন আগে স্বাস্থ্যকেন্দ্রে টাকার বিনিময়ে ভ্যাকসিন (Vaccine) দেওয়ার অভিযোগ উঠেছিল হাসপাতালে ডাটা এন্ট্রি অপারেটারের 9Data Entry Operator) বিরুদ্ধে। ভ্যাকসিন নিয়ে কালোবাজারির এই অভিযোগ সামনে আসায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন এলাকার বাসিন্দারা। রাস্তায় নেমে ও পথ অবরোধ করে হাতে টাকা নিয়ে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল স্থানীয় বাসিন্দারা।
ভ্যাকসিনের (Corona Vaccine) এই বিষয় ক্ষতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য আধিকারিকের একটি টিমও এসেছিল এই কোলাঘাট পাইকপাড়ি স্বাস্থ্য কেন্দ্রে।তার বেশ কয়েকদিন পরেই আজ বুধবার কোলাঘাট পাইকপাড়ী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দুর্নীতির পর সরানো হল ওই স্বাস্থ্যকেন্দ্রেরব্লক স্বাস্থ্য আধিকারিক শিব শংকর খান কে। তবে সূত্রের খবর গতকাল এই স্বাস্থ্যকেন্দ্রের দুর্নীতি নিয়ে কলকাতা স্বাস্থ্যভবনে রিপোর্ট জমা দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর।তার পরেই আজ ওই স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকের ট্রান্সফার রিপোর্ট প্রকাশ্যে আসে।
এই বিষয়ে কোলাঘাট পাইকারি স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) শিব শংকর খান বলেন -“আমি জানিনা কেন কীভাবে এই ট্রান্সফার টা হলো।হয়তো যে সমস্যাটি হয়েছিল তার কারনেই সরানো হলো।তবে আমার একটাই প্রশ্ন আধিকারিকদের কাছে যারা এর সাথে সরাসরি যুক্ত তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হলো। আমি কোনভাবেই ওই বিষয়টির সময় স্পটে ছিলাম না আমার নাম ছিল না কিছু পারিপার্শ্বিক কারণে ও ইগোর কারণে আমাকে হয়তো সরানো হলো।তবে এর সাথে যে দুজন যুক্ত ছিল তাদের মধ্যে একজনের বাড়ি তমলুকের এবং তার পোষ্টিং তমলুকে হয়েছে।”কোলাঘাট থেকে কোচবিহারে বদলি করা হয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিককে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Health officer
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore