Home » Allegations of Fraud : হলদিয়ায় লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে ! বিক্ষোভ আমানতকারীদের

Allegations of Fraud : হলদিয়ায় লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে ! বিক্ষোভ আমানতকারীদের

by Biplabi Sabyasachi
0 comments

Allegations of fraud millions of rupees in Haldia by Postmaster

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কিষাণ বিকাশপত্র (KVP) করার নামে প্রায় তিরিশ লাখ টাকার প্রতারণার ঘটনা সামনে এল। হলদিয়ার কিসমত শিবরামনগর সহ পাশাপাশি গ্রামের ঘটনায় অভিযোগের তীর স্থানীয় কিসমত শিবরামনগর পোষ্ট অফিসের পোস্টমাস্টার সুমিত কুমার মণ্ডল এবং তার সহযোগী ঠিকাকর্মী শিবেন মণ্ডলের বিরুদ্ধে।যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘ এক বছর ধরে এলাকার ৪৫-৫০ জন বাসিন্দা ডাকঘরে টাকা জমা রাখার উদ্দেশ্যে কেভিপি স্কিমে দফায় দফায় টাকা জমা দিয়েছেন।

আরও পড়ুন:- ঝাড়গ্রামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর

Allegations of Fraud
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পাঁচ হাজার শিক্ষকের পেনশন বন্ধ! ডেপুটেশন

বিভিন্ন সময় সেই টাকা স্থানীয় পোষ্টমাস্টারকে ভরসা করে দিয়েছেন। অনেকের কাছে তথ্য-প্রমান রয়েছে।কিন্তু অভিযোগ কার্যত সরকারের ঘরে সেই টাকাই জমা পড়েনি। স্থানীয় বাসিন্দা শান্তনু বেরার অভিযোগ,“২০২১ সালের ২৮ জানুয়ারি ১লাখ,৩০হাজার টাকা কিসমত শিবরামনগর পোষ্ট অফিসের পোষ্ট মাস্টার সুমিত কুমার মণ্ডলের হাতে দিয়েছি। কিন্তু সার্টিফিকেট চাইতে গেলে দীর্ঘ টালবাহানা করেছে।পরে জানতে পারি কোনো টাকাই জমা পড়েনি।” পরিস্থিতি বুঝে গা ঢাকা দিয়েছে পোষ্টমাস্টার এবং তার সহযোগী শিবেন পণ্ডা।

Allegations of Fraud

আরও পড়ুন:- বেতন বৈষম্যের বিরুদ্ধে মেদিনীপুর হাসপাতালে বিক্ষোভ নার্সেস ইউনিটির

Advertisement

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে বিরল অস্ত্রোপচারে গলার শ্বাসনালী থেকে কই মাছ বের করে প্রান ফিরে পেলেন এক যুবক

এখন পোষ্ট অফিসটাই বন্ধ অবস্থায় পড়ে থাকে। পোষ্টাল বিভাগের উচ্চস্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা পাওয়া যায়নি।”স্থানীয় বাসিন্দা পরিমল পড়ুয়া বলেন, “কেভিপি’র জন্য দু’লাখ টাকা দিয়েছি পোষ্ট মাস্টারকে। এখন জানলাম তা নির্দিষ্ট জায়গায় উনি জমা দেননি।খুব সমস্যায় পড়েছি।”একই স্কিমে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছেন কিসমত শিবরামনগরের গৃহবধূ সুমিতা মণ্ডল পট্টনায়ক।কোনও টাকা সরকারের ঘরে জমা পড়েনি বলেও তিনি অভিযোগ করেছেন।

আরও পড়ুন:- মাওবাদী বনধে প্রভাব পড়ল বেলপাহাড়ী ও পাশাপাশি এলাকায়

এবিষয়ে ডাক বিভাগের তমলুক জোনের সুপারকে জানানো হয়েছে বলে অভিযোগকারীরা জানান।তিনি হলদিয়া শোধনাগারের গেটে থাকা পোষ্ট অফিসের দুই অফিসার উৎপলেন্দু মণ্ডল এবং অসিত মণ্ডলের ওপর তদন্তের দায়িত্ব ছিল বলে জানা যায়।তাদের সঙ্গে যোগাযোগ করা হয় সব্যসাচী পত্রিকার প্রতিনিধির তরফে কিন্তু ফোন ধরেননি উৎপলেন্দু মণ্ডল।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মোটর বাইকের ,মৃত ১

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Allegations of Fraud

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.