Gang of thieves
আরও পড়ুন ঃ–নয়াগ্রামে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই যুবক
পত্রিকা প্রতিনিধিঃ গোপনে খবর পেয়ে আগে থেকেই ফাঁদ পেতেছিল পাঁশকুড়া(Panskura) থানার পুলিশ(Police)। অবশেষে শনিবার রাত ৩ টা নাগাদ পুলিশের জালে অস্ত্রসহ ধরা পড়ল ট্রাক চোরেদের ৫ জনের একটি গ্যাং। তবে এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ঠিক ৩ টা নাগাদ পাঁশকুড়া-মেচোগ্রামের(Mechagram) জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লরি নিয়ে পালানোর চেষ্টা করে ৩ জন দুষ্কৃতী। তবে পুলিশের ৩ টি মোবাইল ভ্যান ঘটনাটি দেখতে পেয়ে লড়িটির পেছনে ধাওয়া করে। তবে কিছুটা যাওয়ার পর মেচোগ্রাম ব্রীজের ওপর ৩ জন দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ(Police)। আর এই ঘটনার পর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরোও ২ জনকে গ্ৰেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানিয়েছে, এই ঘটনার যুক্ত ধৃতরা হল বুদ্ধদেব মান্না (২৩)ও শেখ আলিমুন(২৬)যাদের বাড়ি হলদিয়ায়। শেখ সেকেন্দার আলম(১৯) বাড়ি নন্দীগ্রামে ও শেখ মোস্তফা (২৭)ও হারাধন রাউত (৪২) তাদের বাড়ি পাঁশকুড়া। ইতিমধ্যে তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকয়েকটি ছুরি, ভোজালি সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাছাড়া ৫ জনের এই চোরের গ্যাং ছুরি ও অন্যান্য অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে রোডের উপর দাঁড়িয়ে থাকা ট্রাক চুরি করার চেষ্টা করত , তাই ষ গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ফাঁদ পেতেছিল পাঁশকুড়া থানার আইসি সহ পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী।এরপর রাতে তাদের হাতেনাতে পাকড়াও করে।এরপর রবিবার তাদের তমলুক আদালতে তোলা হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Gang of thieves
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore