শুভম সিং:করোনা ভাইরাসকে রুখতে দেশে লকডাউন জারি হওয়ার ফলে বহু রাজ্যেই আটকে পড়েন অসংখ্য পরিযায়ী শ্রমিক।ভিনরাজ্যের পড়ুয়া, শ্রমিক এবং পর্যটকদের ঘরে ফেরানোর জন্যে বিশেষ ট্রেন চালাতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার।সেইমতো পূর্ব মেদিনীপুর জেলায় ফিরেছেন কয়েক হাজার পরিযায়ী শ্রমিক।আর তার পরেই
জেরে এগরায় একদিনে করোনায় আক্রান্ত আরও ২জন পরিযায়ী শ্রমিক।তারা কেউ মুম্বাই কেউ মহারাষ্ট্র থেকে নিজেদের জেলায় ফিরেছেন।এদের মধ্যে একজনের বাড়ি এগরা-১এর ছত্রি গ্ৰামে এবং অপর জন এই ব্লকের বরিদা পঞ্চায়েতের তেঁতুলিয়া ষডরং গ্ৰামে।জানা গিয়েছে জেলায় ফিরে আসার পর গত ১রা জুন তাদের লালারস সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়।এরপর বুধবার রাতে তাদের দুজনের রিপোর্ট পজিটিভ আসে।এরপর এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা ওই আক্রান্ত রোগীদের পাঁশকুড়া করোনা বড়োমা হাসপাতাল পাঠায়।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে,এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৩,তার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন, করোনা জনিত কারণে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। করোনা এবং অন্যান্য রোগে মৃত্যু ১জনের।বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন।