Home » শ্রমিক দ্বন্দ্বে উৎপাদন ব্যহৃত, সমস্যা হলদিয়া আইওসি-তে

শ্রমিক দ্বন্দ্বে উৎপাদন ব্যহৃত, সমস্যা হলদিয়া আইওসি-তে

by Biplabi Sabyasachi
0 comments

IOC

আরও পড়ুন ঃ-সংক্রমণের থেকেও বাড়ছে সুস্থতার হার, একদিনেই দুই মেদিনীপুরে আক্রান্ত ১৩৯৫ , সুস্থ ১৬১৪

পত্রিকা প্রতিনিধিঃ শ্রমিক দ্বন্দ্বের জেরে অচলাবস্থা দেখা দিয়েছে ইন্ডিয়ান অয়েল রিফাইনারি তে। হলদিয়া ইন্ডিয়ান অয়েল রিফাইনারি তে বিটুমিন ড্রাম ফিলিং ইউনিটের কাজ বন্ধ হয়ে যায়। রিফাইনারি কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।কারখানা সূত্রে খবর হলদিয়া রিফাইনারি তে বিটুইন বিভাগে স্বঘোষিত বর্তমান শ্রমিক সংগঠনের নেতারা পছন্দের লোক ঢুকাতে চাপ দিচ্ছেন কর্তৃপক্ষকে ।কর্তৃপক্ষ শাসকদলের শ্রমিক সংগঠনের স্বীকৃতি দাবি করলে ওই শ্রমিক নেতার প্রিয় দুই শ্রমিক এক আধিকারিক কে হুমকি দেয় বলে অভিযোগ।

পাল্টা ওই দুই শ্রমিকের গেট পাশ নিয়ে নেয়ার অভিযোগ ওঠে শ্রমিক নিরাপত্তা রক্ষী বাহিনীর বিরুদ্ধে।প্রতিবাদে শ্রমিক সংগঠনের নেতারা বিটুমিন বিভাগে কাজ না করার নির্দেশ দেন ফলে বিকেলে পুরোপুরি কাজ বন্ধ থাকে। এই বিভাগে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বললেন যত দিন যাচ্ছে হলদিয়া রিফাইনারি তে কাজ করাটাই কঠিন হয়ে যাচ্ছে। শাসকদলের শ্রমিক সংগঠনের কিছু নির্দেশ আসছে না বললেই সমস্যা তৈরি হচ্ছে। শ্রমিকদের একাংশের অভিযোগ নির্বাচনে জেতার পর শ্রমিক সংগঠনের কর্তৃত্ব কার হাতে থাকবে সে ব্যাপারে এখনও রাজ্য তৃণমূলের তরফে কারোর নাম ঘোষণা হয়নি ফলে চলছে অধিকার গেট দখলের লড়াই।ইতিপূর্বে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক কে চিঠি দিয়ে অচল অবস্থার কথা জানিয়েছেন রিফাইনারি কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারি শিল্প সংস্থার এক কর্তা বললেন পূর্ব ভারতের এই রিফাইনারি থেকে জ্বালানি তেল এলপিজি গ্যাস সরবরাহ করা হয় আজ যেভাবে বিটুমিন উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে তাতে আগামীতে আরো বড় সমস্যা সৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বললেন, ত্রিপাক্ষিক বৈঠক হবে তাতে জেলা প্রশাসনের প্রতিনিধি শ্রমিক সংগঠনের প্রতিনিধি ইন্ডিয়ান অয়েল এর প্রতিনিধিরা থাকবেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি দিব্যেন্দু রায়ের ফোন বন্ধ ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

IOC

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.