Procession in support of the strike in West Midnapore district
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বুধবার মিছিল করল বামেরা। ২৮-২৯ মার্চ শ্রমিকদের ডাকা দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে, বিদ্যুতের বেসরকারিকরণ রোধ, বিদ্যুৎ আইন ২০০৩ ও তার সংশোধনী বিল ২০২১ বাতিল, প্রি-পেড মিটার বাতিলের দাবিতে মেদিনীপুরে বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে প্রচার করে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি।
আরও পড়ুন:- মেদিনীপুরে নতুন স্টেডিয়ামের জমি পরিদর্শনে সিএবি সভাপতি
সংগঠনের দাবি, বিদ্যুতের বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে ধর্মঘটকে সমর্থন করার আবেদন জানানো হয়েছে কর্মচারীদের। উপস্থিত ছিলেন, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য চণ্ডীচরণ হাজরা, রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র প্রমুখ। চণ্ডীবাবু বলেন, দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে আমরা সমর্থন জানিয়ে রাস্তায় নামছি।
Procession in Midnapore
আরও পড়ুন:- ‘ছাত্র-ছাত্রীদের শিখতে চাওয়ার ইচ্ছেটা যেন বেঁচে থাকে,’ মেদিনীপুর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বললেন গুণীজনরা
আরও পড়ুন:- চোলাই মদ কারবারে নিরীহদের আটক করেছে আবগারি! মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরে আবগারি দপ্তর ঘেরাও মহিলাদের
সেই সঙ্গে চলতি সংসদ অধিবেশন চলাকালীন পার্লামেন্ট অভিযান হবে সংগঠনের পক্ষ থেকে। অন্যদিকে শ্রমিক সংগঠন সিটু সমর্থিত মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সংগঠনের পক্ষ থেকেও মেদিনীপুর শহরে করে ধর্মঘটের সমর্থনে। বেলদায় এসইউসিআই দলের পক্ষ থেকে মিছিল করে।
আরও পড়ুন:- মেদিনীপুরে গোলকুয়াচক থেকে কোতোয়ালি বাজার পর্যন্ত রাস্তায় অবৈধ দোকান উচ্ছেদ পৌরসভার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Procession in Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore