পত্রিকা প্রতিনিধি : অযোধ্যা রাম মন্দির এর ভূমি পুজো কে কেন্দ্র করে চরম সংঘাত বিজেপি এবং পুলিশের মধ্যে । আজ অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজো এই দিনই লকডাউন এর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের সমস্ত জায়গায় মন্দিরে পুজো করবেন বিজেপির রাম ভক্তরা । ঠিক এই পূজাকে কেন্দ্র করে চরম সংঘাত পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে । সমস্ত মন্দিরের বাইরে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল প্রশাসন লকডাউন ভেঙ্গে বাইরে বেরোলেই গ্রেফতার করা হবে সব জানিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসন । কিন্তু তাতেও দমেনি বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে গোটা শহর কে গেরুয়া পতাকা দিয়ে ঢেকে দিয়েছেন শহরে । বহু পুরনো প্রাচীন রাম মন্দিরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা পুরোহিতকে বলে দিয়েছেন মন্দিরের ভিতরে পুজো হলেও বাইরে থেকে কোনো ভক্তরা যাতে মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো না দিতে পারে । সেই জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা কিন্তু । সমর্থকরা জানিয়ে দিয়েছেন পুলিশ গ্রেফতার করলেও তাদের কেউ আটকাতে পারবেন না ।ভোর বেলা থেকেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুমুল উৎসাহ দেখা দিয়েছে রাম মন্দিরের ভূমি পুজা কে কেন্দ্র করে । এখন দেখার বিষয় পুলিশের দেওয়া ফাতুযা বিরুদ্ধে বিজেপির কর্মী কর্মী সমর্থকরা রাস্তায় কিভাবে নামছেন । এইদিকে এই রাম মন্দিরের পুরোহিত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে এসে আগামীকালের সকালবেলা বাইরে থেকে এসে কেউ পুজো দিতে পারবেন না মন্দিরের ভিতরে যা পুজো হওয়ার হবে । কিন্তু বাইরের কোন ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া যাবে না । প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মন্দির কমিটির সভাপতি লিখিতভাবে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন মন্দিরে জানিয়ে তুমুল আলোচনার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে খড়্গপুরের গেল বাজার ব্যবসায়ী সমিতির মধ্যে । । দিলীপ ঘোষের খাসতালুক খড়্গপুরে আগামীকাল কি চরম অশান্তির মেঘ দেখছেন খড়্গপুরের বাসীরা ।
রাম মন্দিরের ভূমি পুজোকে কেন্দ্র করে দিলীপের খাসতালুক খড়্গপুরে অশান্তির মেঘ দেখছেন খড়্গপুরের বাসী
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -