Home » TET Exam 2022 : র‍াত পোহালেই TET, র‍াস্তা সুগম রাখতে মেদিনীপুরে টোটো-অটোতে না! নজরদারি চলবে পুলিশ- প্রশাসনের

TET Exam 2022 : র‍াত পোহালেই TET, র‍াস্তা সুগম রাখতে মেদিনীপুরে টোটো-অটোতে না! নজরদারি চলবে পুলিশ- প্রশাসনের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাত পোহালেই প্রাথমিকের টেট (Primary TET Exam)। পশ্চিম মেদিনীপুর জেলার ৯৪ টি পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা এড়িয়ে যাতে পরীক্ষা গ্রহণ সম্ভব হয় তার জন্য একাধিক পরিকল্পনা। সতর্কতা অবলম্বন করা হচ্ছে যানজট এড়ানোর ক্ষেত্রে। ইতিমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ, পৌরসভার যৌথ বৈঠক সম্পন্ন হয়েছে। মেদিনীপুর শহরে বাসস্ট্যান্ড ও বিভিন্ন এলাকায় ক্যাম্প করছে পরীক্ষার্থীদের সুবিধার্থে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

TET Exam 2022
নিজস্ব চিত্র

সব থেকে বেশি সতর্ক পরিবহন দপ্তর ও পুলিশ। মেদিনীপুর শহরের সংকীর্ণ রাস্তায় যানজট এড়াতে আন-রেজিষ্টার্ড টোটো-অটো না বের হতে অনুরোধ সংগঠনের। বাস পরিষেবা স্বাভাবিক রাখতে নির্দেশ পরিবহন দপ্তরের। শহরের রাস্তার পাশে বাজার না বসার প্রচার চালানো হলো। পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে ৯৪ টি পরীক্ষা কেন্দ্র। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৬ হাজার ৫০০। জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি অবস্থানে ১৪৪ ধারা জারি থাকবে।

TET Exam 2022

জেলা শাসক আয়েশা রানী বলেন, “সুষ্ঠুভাবে টেট পরীক্ষা আয়োজনের জন্য জেলায় যেসব পদক্ষেপ করার সবটাই করা হয়েছে। বিশৃঙ্খলার সুযোগ হবে না।” জেলার পরিবহন দপ্তরের আধিকারিক অমিত দত্ত বলেন, “টোটো-অটো, বাস পরিবহনের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে বৈঠক করা হয়েছে। টেট পরীক্ষার্থীদের পেয়ে অতিরিক্ত ফায়দা যাতে কেউ না তুলতে পারে সতর্ক করা হয়েছে সে বিষয়ে।

আরও পড়ুন : পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ১৭০ টি কেন্দ্রে ৯২ হাজারের বেশী Primary TET পরীক্ষার্থী

বড় বাসস্ট্যান্ড গুলিতে ক্যাম্প থাকবে বাস অনার্স অ্যাসোসিয়েশনের। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জেলার তিনটি মহকুমাতে স্পেশাল ক্যাম্প করে নজরদারি চালানো হবে।” মেদিনীপুর শহরে যানজটের আশঙ্কায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অটো ও টোটো আধিক্য যাতে কমানো যায় রাস্তায় তার চেষ্টা করা হয়েছে। আইএনটিটিইউসি-র মেদিনীপুর শহর সভাপতি বুদ্ধ মহাপাত্র বলেন, “অনেক বেশি টোটো-অটো মেদিনীপুর শহরে রয়েছে। যানজট হওয়ার একটা আশঙ্কা থাকেই।

আরও পড়ুন : যাদের পাকা ঘর, রয়েছে এসি, তাঁরাই পাচ্ছেন আবাস যোজনার বাড়ি ! ক্ষোভ পশ্চিম মেদিনীপুরে

সেজন্য সংগঠনের পক্ষ থেকে আমরা টোটো ও অটো ইউনিয়নকে জানিয়ে দিয়েছি আন-রেজিস্টার্ড টোটো-অটো রবিবার রাস্তায় যেন না নামে। রেজিস্টার্ডগুলি থাকলেই পরীক্ষার্থীদের কাজ হয়ে যাবে।” একই লক্ষ্যে কোতোয়ালী থানা ও মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে শনিবার সকাল থেকেই-মেদিনীপুর শহরের রাস্তাগুলির সংকীর্ণতা কাটানোর চেষ্টা হয়েছে। রাস্তার দু’পাশে থাকা হকারদের স্টলগুলি তোলার কাজ শুরু হয়েছে। রবিবার যাতে ফুটপাতে কোনো বাজার না বসে তার প্রচারও করা হয়েছে।

আরও পড়ুন : নিখোঁজ বাড়ির ‘ছেলে’! হাওড়া স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ

আরও পড়ুন : পর্যটকদের জন্য সুখবর! চালু হচ্ছে দিঘা-পাঁশকুড়া মেমু স্পেশাল ট্রেন

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

TET Exam 2022

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.