পত্রিকা প্রতিনিধি : খেলা করতে করতে বাড়ির পাশে পুকুরের জবে ডুবে মৃত্যু হল ঋতু মাঝি (২)নামের এক শিশু কন্যার।সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দীঘা থানার খাদালগোখরা গ্ৰামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সন্ধ্যার সময় বাড়ির পাশে এক শিশুর সঙ্গে খেলা করছিল ঋতু।এরপর বাড়ির পাশে ওই শিশুর সঙ্গে খেলা করতে করতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় দুজন।এই ঘটনার দুই পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে।এরপর বেশকিছুক্ষন খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশে একটি পুকুরে দুজন শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা।এই ঘটনার পর পরিবারের সদস্যরা তাদের দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ঋতু নামের ওই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে।তাছাড়া বাকি একজন শিশুর চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।তাছাড়া সদ্য প্রস্ফুটিত ফুলের মতো এক শিশু কন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।
0