Home » বিজয়া সম্মিলনীতে শুভেন্দুর নাম না করে খোঁচা মানসের, মানসকে বেইমান বলে সম্বোধন অমূল্যর

বিজয়া সম্মিলনীতে শুভেন্দুর নাম না করে খোঁচা মানসের, মানসকে বেইমান বলে সম্বোধন অমূল্যর

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: “উইকেট পড়তে পারে, ধৈর্য ধরতেই হবে” বিজয়া সম্মিলনীতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভূঁইয়ার। “বেইমানের মতো কথা বলা বন্ধ করা উচিত সবংয়ের ভূমিপুত্রের!”, সরাসরি মানস ভূঁইয়াকে খোঁচা শুভেন্দু অনুগামী নামেই পরিচিত দাপুটে তৃণমূল নেতা তথা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির। শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা রকম জল্পনার মধ্যেই তৃণমূলের দুই শিবিরের দুই মন্তব্যে রীতিমতো সরগরম জেলা রাজনীতি। suvendu adhikari, TMC Bengali News, TMC Bengali News, manas bhunia, TMC BENGAli News,

সোনার দোকানে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার পুলিশের

SUVENDU ADHIKARI, AMULYA MAITY, MANAS BHUNIA TO SUVENDU ADHIKARI, TMC
বিজয়া সম্মিলনীতে শুভেন্দুর নাম না করে খোঁচা মানসের, মানসকে বেইমান বলে সম্বোধন অমূল্যর


প্রসঙ্গত, ৩১ শে সেপ্টেম্বর মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতিমন্দিরে ক্লাব সমন্বয় কমিটি নামে এক অরাজনৈতিক মঞ্চের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। দাদার অনুগামীদের সাথে তৃণমূলের বিভাজন স্পষ্ট হয়ে গিয়েছিল সেদিনের মঞ্চ থেকেই। এরপর তৃণমূলের ডাকা বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা যায়নি দাদার অনুগামীদের কোনো সদস্যকেই। ছিলেন না অমূল্য মাইতির মতো বরিষ্ঠ নেতাও। মঞ্চ থেকেই রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভূঁইয়ার উক্তি, “রাজনীতিতে আবেগের জায়গা নেই, এটা ফুটবল নয় ক্রিকেট খেলা, দলের একটা উইকেট পড়তেই পারে, ধৈর্য ধরতে হবে। নার্ভাস হলে চলবে না”। শুভেন্দুর নাম না করে মানষের সংযোজন, ” আমি নিজেকে ভাবতে পারি স্বর্গের ইন্দ্ররাজার বরপুত্র, শ্রীকৃষ্ণের অবতার। কিন্তু মনে রাখতে হবে বিশ্ব ফেল করেছিলেন, মহেশ্বর ফেল করেছিলেন, ফেল করেছিলেন ব্রহ্মা। মা মহামায়া কিন্তু পেরেছিলেন। আট ফুট ব্রিজের মহামায়ার প্রতিরূপ মমতা বন্দ্যোপাধ্যায়।”
মানুষ এই বক্তব্যের পরে তাকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন জেলা তৃণমূলের উল্লেখযোগ্য নেতা অমূল্য মাইতি। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে সবংয়ে শুভেন্দু অধিকারীর সমস্ত শক্তি দিয়ে, অর্থ দিয়ে ও নিজের বুদ্ধির জোরে জয় এনে দিয়েছিলেন মানস পত্নীকে। শুভেন্দু অধিকারী না থাকলে মানস পত্নী গীতা ভূঁইয়ার জয় নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল এমনই দাবি করেছেন অমূল্য মাইতি। একই সাথে সেরা মানস ভূঁইয়াকে কটাক্ষ করে তাঁর দাবি, শুভেন্দু অধিকারী সম্পর্কে বেইমানের মতো কথা বলা অত্যন্ত নিন্দনীয়।সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে তৈরি হওয়া জল্পনা তৃণমূল শিবিরের মধ্যে ভাঙনকে যে আরও প্রকাশ্যে নিয়ে আসছে এমনটাই মত জেলার রাজনৈতিক মহলের।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.