Home » গড়বেতা -৩ ব্লক ও গোপীবল্লভপুরে দলবদল, বিজেপির বঙ্গজয়ের চেষ্টা ব্যর্থ হতেই কর্মী সমর্থকেরা যোগ দিচ্ছেন তৃণমূলে

গড়বেতা -৩ ব্লক ও গোপীবল্লভপুরে দলবদল, বিজেপির বঙ্গজয়ের চেষ্টা ব্যর্থ হতেই কর্মী সমর্থকেরা যোগ দিচ্ছেন তৃণমূলে

by Biplabi Sabyasachi
0 comments

Swap party

আরও পড়ুন ঃএক রত্তিদের শরীরেও করোনার ছোবল, মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি বাবা-মায়েরা

পত্রিকা প্রতিনিধি: ২০২১ এর নির্বাচনে তৃণমূলের (TMC) ব্যাপক সাফল্য এবং বিজেপির (BJP) ব্যাপক ভরাডুবির পর দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক চলছে। প্রতিদিন কোথাও না কোথাও দলবদলের ঘটনা ঘটছে । পশ্চিম মেদিনীপুর (West Medinipur) ও ঝাড়গ্রাম (Jhargram) জেলায় ।ভোটের আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই নেতাকর্মীরা তো বটেই বহু পুরোনো বিজেপি নেতা কর্মীরাও (BJP WORKER) বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন । অবশ্য শুধু বিজেপি (BJP) নয় সিপিএম (CPM) কংগ্রেস (Congress) ছেড়েও অনেকেই তৃণমূলে (TMC) যোগদান করতে শুরু করেছেন।

তৃণমূলের পতাকা তুলে দিলেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা। নিজস্ব চিত্র।

রবিবার গড়বেতা (GARHBETA) ৩ ব্লকের নম্বর অঞ্চলের বড়জাম (Borojam) গ্রামের বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্য মুখী সরেন (Mukkhi Soren) বেশ কয়েকজন অনুগামী নিয়ে তৃণমূলে (TMC) যোগদান করলেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন গড়বেতার বিধায়ক (GARHBETA MLA) উত্তরা সিংহ হাজরা (Uttara Singh Hazra)। মুখী সরেন (Mukkhi Soren) বলেন , ‘বিজেপিকে (BJP) মানুষ প্রত্যাখ্যান করেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের কর্মকাণ্ডকে মেনে নিয়ে বাংলার মানুষ রায় দিয়েছেন। তাই আমিও মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নে শামিল হতেই তৃণমূলে (TMC) যোগদান করছি । তৃণমূলে (TMC)থাকলে আরও বেশি করে সাধারণ মানুষের পাশে থাকতে পারব তাই তৃণমূলে যোগদান করলাম ।” এই পঞ্চায়েত সদস্যা ছাড়া আরও ৫০ জন বিজেপি(BJP) কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন । উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ (Rajib Ghosh) অঞ্চল সভাপতি কৌশিক ঘোষ (koushik Ghosh) উপপ্রধান সুখদেব ভান্ডারি (Sukhdev Bhandari) অভিজিৎ ঘোষাল (ABHIJIT GHOSAL) সম্রাট মণ্ডল (SAMRAT Mondal) অভীক পাল (AVIK PAL) বাপি ঘোষ (BAPI GHOS) প্রমুখ। বিজেপির (BJP) জেলা সভাপতি সৌমেন তেওয়ারি (SOUMEN TIWARI) বলেন, ভোটের ফল ঘোষণা হবার পর থেকেই জেলার প্রতিটি প্রান্তে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এছাড়াও ঘরছাড়া করা হচ্ছে ।হুমকি দিচ্ছে এ পরিস্থিতিতে অনেকে বিজেপি ছাড়তে বাধ্য হচ্ছেন শুধু পশ্চিম মেদিনীপুর (WEST MIDNAPORE) নয় একই রকমভাবে ঝাড়গ্রাম (JHARGRAM) জেলাতেও বিভিন্ন জায়গায় বিজেপি (BJP) সিপিএম (CPM) কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদানের ঘটনা ঘটছে|

গোপীবল্লভপুরে তোলা নিজস্ব চিত্র

রবিবার গোপীবল্লভপুর বিধানসভার রগড়া অঞ্চলে গুড়পুকুরসাই বুথে ৪০ টি পরিবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করল। তৃণমূলে যোগ দেওয়া সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বগুড়া অঞ্চল সভাপতি পঞ্চানন দাস (Panchanan Das) উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ পাল (Biswajit Pal) সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসব পরিবারের সদস্যরা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই তারা তৃণমূলে যোগদান করেছেন ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Swap party

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.