শুভম সিং:পটাশপুর: পূর্ব মেদিনীপুর জেলায় ফের রাজনৈতিক সংঘর্ষ,পটাশপুরে আক্রান্ত হলেন অনন্ত মাইতি নামের এক জন বিজেপি কর্মী সমর্থক।শুধুমাত্র বিজেপি করা নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসকদল।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার নৈপুর অঞ্চলের আলামচক বেলদা এলাকায়। Contai, Contai, Purba Medinipur News, Biplabi Sabyasachi News, BJP, TMC
আরো পড়ুন- ফের করোনা সংক্রমণে হাফ সেঞ্চুরি মেদিনীপুর শহরে, জেলায় আক্রান্ত ১৫৪ জন
জানা গিয়েছে ,রবিবার সকালে ওই বিজেপি কর্মী নিজের বাড়ি থেকে ওই এলাকার অদূরে নিজের ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন।ঠিক সেই সময় ওই বিজেপিকে একা পেয়ে ফাঁকা রাস্তার উপরে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির।তবে এই ঘটনার পর রক্তাক্ত জখম ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।কাঁথি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি অরুপ দাশ বলেন, নৈপুর ২নং অঞ্চলের আলামচক বেলদা এলাকায় অনন্ত মাইতি নামের ওই ব্যক্তি আমাদের দলের একজন সক্রিয় বিজেপি কর্মী।তিনি আজ সকালে নিজের বাড়ি থেকে ওই এলাকার অদূরে নিজের ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন।ঠিক সেই সময় ওই বিজেপিকে একা পেয়ে ফাঁকা রাস্তার উপরে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।তিনি আরও বলেন,মূলত বিজেপি করার অপরাধে অনন্ত বাবুরকে বেধড়ক মারধর করা হয়েছে।তবে ওই এলাকার আমাদের বিজেপি কর্মীরা তাকে উদ্ধার করে এগরা সুপার হাসপাতাল ভর্তি করে।তবে এবিষয়ে আমরা ধিক্কার জানাই।পাশাপাশি পুলিশ প্রশাসন বিজেপিকে আটকে রেখে তৃণমূলের দালালি করছেন।আপনারা দালালি থেকে বেরিয়ে আসুন না হলে ২০২১ সালে আমরা ক্ষমতায় এলে মানুষের জনরোষের শিকার আপনাদের হতে হবে।
এ বিষয়ে পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস মাঝি বলেন,অনন্ত বাবু নৈপুর এলাকার প্রাথমিক শিক্ষক।কিন্তু তিনি দীর্ঘদিন ধরে সিপিআইএম করার পর এখন তিনি বিজেপিতে যোগদান করেছেন।তবে তিনি ওই এলাকার আমাদের বহু তৃণমূল কর্মীদেরদের উপর দুষ্কৃতী নিয়ে হামলা করেছেন।তাতে বহু তৃণমূল কর্মী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।তবে আজ অনন্ত বাবুকে আমাদের কর্মীরা যে মারধর করছে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।লোকসভায় জয়ের পরে বিজেপি কর্মীরা এইভাবে নিজের মধ্যে গন্ডগোল করে তা তৃণমূলের বিরুদ্ধে চাপিয়ে দিচ্ছে।পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমল বলেন, এবিষয়ে থানায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।তবে অভিযোগ হলে ঘটনাটি ক্ষতিয়ে দেখা হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
1 comment
[…] […]
Comments are closed.