Home » ত্রিপল চুরির ঘটনায় Suvendu যোগে দুই সিআরপিএফ জওয়ানকে তলব করল পুলিস

ত্রিপল চুরির ঘটনায় Suvendu যোগে দুই সিআরপিএফ জওয়ানকে তলব করল পুলিস

by Biplabi Sabyasachi
0 comments

Police called

আরও পড়ুন ঃছাদে খেলতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে হাত লেগে গুরুতর জখম শালবনীর বালিকা

পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকে বিজেপি’কে কোনঠাসা করেছে রাজ‍্যের শাসকদল তৃণমূল। এহেনঅবস্থায় ফের রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র (Suvendu Adhikari) ও তাঁর ভাই তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী(Soumendu Adhikari) বিরুদ্ধে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি (Contai) থানায় এফ আই আর দায়ের হয়েছে। এবার কাঁথি(Contai) পুরসভা থেকে ত্রিপল চুরির ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর(Central forces)
জওয়ানদের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠাল পুলিশ। সুতরাং সবদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতাকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানকে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

ফাইল চিত্র

উল্লেখ্য, কাঁথি (Contai) পুরসভার পুরনো বিল্ডিং ডরমেটরি মাঠ সংলগ্ন এলাকায় পুরসভার গোডাউনে রয়েছে। আর সেই গোডাউনে পুরসভায় কাজ করতে যাচ্ছিলেন সেখানকারই এক পুরকর্মী। সেই সময় তাঁর নজরে আসে ওই গোডাউনের সামনে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের উপস্থিতিতে ত্রিপল বার করিয়ে ম্যাটাডোরে তোলা হচ্ছে। আর এই ঘটনার পর তড়িঘড়ি ওই কর্মী বিষয়টি গিয়ে কাঁথি (Contai) পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতিকে জানান। খবর পেয়েই সিদ্ধার্থবাবু প্রশাসক মণ্ডলীর দুই সদস্য হাবিবুর রহমান, রত্নদীপ মান্না ও যুব তৃণমূলের এক নেতা সুরজিৎ নায়ককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে পুরসভার প্রশাসকেরা গোডাউনের দায়িত্বে থাকা পুরকর্মী হিমাংশু মান্নাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। তবে সেখানে প্রায় লক্ষাধিক টাকার ত্রিপল ছিল বলে অভিযোগ। সেই সূত্রেই গত ২৯ মে কাঁথি থানায় শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী(Soumendu Adhikari )-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাঁথি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না।

Advertisement
ADVERTISEMENT

তার অভিযোগ , ত্রিপল চুরিতে অভিযুক্ত দুই পুরকর্মী স্বীকার করে নিয়েছেন, শুভেন্দু (Suvendu Adhikari) ও সৌমেন্দুর(Sumendu Adhikari ) নির্দেশেই এমন কাজ করেছেন তাঁরা। এ বিষয়ে এখনও পর্যন্ত শুভেন্দু (Suvendu) মুখ না খুললেও তাঁর বাবা সাংসদ শিশির অধিকারী গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। তাঁর কথায়, ‘পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে ভাবে করা হচ্ছে। কাকে সিবিআই ধরে নিয়ে গেল, আর তার জন্য শুভেন্দুদের বিরুদ্ধে মামলা দায়ের হল।

ADVERTISEMENT

অপরদিকে, ঘূর্ণিঝড় ‘যশ'(Yass)-এ রাজ্যজুড়ে শতাধিক বাঁধ ভেঙেছে । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই হিসেব দিয়েছিলেন । সঙ্গে কীভাবে এতগুলি বাঁধ একসঙ্গে ভেঙে পড়ল তার তদন্ত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী । তদন্ত শুরু হতেই সেচ দফতরের বিভিন্ন দুর্নীতি সামনে আসতে থাকে ৷ সেই সূত্রেই মানিকতলা থানার পুলিশ রাখাল বেরা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে । এই বিষয়ে তিনি বলেন, “ওঁ (রাখাল বেরা) যে আমার ঘনিষ্ঠ সেই বিষয়ে কোনও প্রমাণ আছে ? এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই ৷”যদিও অখিল গিরির (Akhil Giri) বক্তব্য রাখাল বেরা শুভেন্দুরই ঘনিষ্ঠ । রাখালের গ্রেফতারির প্রসঙ্গে তিনি বলেন, ” শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) সেচমন্ত্রী থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে অর্থনৈতিক কিছু অভিযোগ উঠেছিল রাখালের বিরুদ্ধে । তদন্ত করেই তাকে গ্রেফতার করেছে পুলিশ । আইন আইনের পথেই চলবে । ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গেই মেলামেশা করত । শুভেন্দুর (Suvendu) ঘনিষ্ঠই ছিল । যদি তারা অভিযুক্ত থাকেন, তাহলে আইন তাদের শাস্তি দেবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Police called

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.