Police Raid Sand mine in rural Medinipur, case against mine owner
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়ে বালি উত্তোলনের অভিযোগ মেদিনীপুর সদর ব্লকের মনিদহতে। রবিবার রাতে মনিদহতে কংসাবতী নদীর 11 নং খাদানে হানা দেয় গুড়গুড়িপাল থানার পুলিশ। জানা গিয়েছে, মনিদহ গ্রাম পঞ্চায়েত এলাকার কংসাবতী নদীতে বেশ কয়েকটি বালি খাদানের অনুমতি রয়েছে সরকারী ভাবে।
এমনই একটি খাদানের মালিক সরকারী অনুমতি পাওয়া নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়ে বালি উত্তোলন করছিলেন বলে অভিযোগ যায় পুলিশে। পুলিশ খাদানে গিয়ে খতিয়ে দেখে মালিকের নামে মামলা দায়ের করেছে। ইদানীং বালি খাদানগুলিতে লাগাতার অভিযান চালাচ্ছে গুড়গুড়িপাল থানার পুলিশ। সম্প্রতি একটি মেশিনও বাজেয়াপ্ত করে।
পুলিশ অভিযান চালালেও ভূমি দফতরের নিয়মিত অভিযান চলে না বলে অভিযোগ স্থানীয়দের। গুড়গুড়িপাল থানার পুলিশ আধিকারিক শুভঙ্কর রায় জানিয়েছেন, খবর পেয়ে খাদানে অভিযান চালানো হয়। নির্দিষ্ট জায়গার বাইরে বালি তোলায় মালিকের নামে মামলা করা হয়েছে। কড়া নজরদারি চালানো হচ্ছে সমস্ত খাদানগুলিতে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Police Raid
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore