Home » পাঁশকুড়ায় টাইম বোমা কান্ডে মূল অভিযুক্তকে গ্ৰেফতার করল পুলিশ

পাঁশকুড়ায় টাইম বোমা কান্ডে মূল অভিযুক্তকে গ্ৰেফতার করল পুলিশ

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: পাঁশকুড়া টাইমবোমা কান্ডে কয়েক ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত 24 বছরে সেখ আসানুর আলীকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। অভিযুক্ত হায়দ্রাবাদের মার্বেল মিস্ত্রি। Panskura, panskura

আরো পড়ুন-  যুদ্ধ বিমান অবতণের (IAF) আপৎকালীন রানওয়ে পরিদর্শনে বায়ুসেনার আধিকারিকরা

পাঁশকুড়া টাইম বোমা কান্ডে মূল অভিযুক্তকে গ্ৰেফতার করল পুলিশ

তমলুক এসপি অফিস এ পূর্ব মেদিনীপুর জেলার এসপি সুনীল কুমার যাদব সাংবাদিক সম্মেলন করে জানান পাঁশকুড়া বোমা কাণ্ডে মূল অভিযুক্ত কে কয়েক ঘন্টার মধ্যে পাঁশকুড়ার সেরহাটীর পার্শ্ববর্তী এলাকা রামগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বাড়ি পাঁশকুড়া ঘোষপুর অঞ্চলের রামগড় গ্রামে। রজত গাঁতাইত নামে ব্যবসায়ীর থেকে প্রায় 30 হাজার টাকার ইমারতি সামগ্রী ধার নিয়েছিল ওই অভিযুক্ত। ধার শোধ না করার কারণে বারবার চাপ সৃষ্টি করেছিল রজত। তাই ভয় দেখানোর জন্য ইউটিউব দেখে পাইপ, পাথর ,যন্ত্রপাতি ইত্যাদি দিয়ে I.E.D বিস্ফোরক মতো বানিয়ে ফেলে। এরপর গতকাল সকালে দোকান ওই গোডাউনে ওই বিস্ফোরক রেখে চলে যায়। দোকান এ ঘন্টাখানেক ছিল ও অভিযুক্ত। এরপর ফোনে হুমকি দেয় কয়েকবার ফোন ও দু বার এসএমএস করে। অভিযুক্তের কাছ থেকে এই নাশকতার জন্য ব্যবহার করা নতুন সিম’ ,নতুন মোবাইল, ব্যাগ এবং বিস্ফোরক তৈরি করার কিছু সামগ্রী উদ্ধার করা হয়। আজকে অভিযুক্তকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ রিমান্ডের আবেদন করা হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.