Home » Midnapore : মেদিনীপুর সংলগ্ন ফুলপাহাড়ি কান্ডে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

Midnapore : মেদিনীপুর সংলগ্ন ফুলপাহাড়ি কান্ডে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

by Biplabi Sabyasachi
0 comments

Police arrested two youths in Phulpahari incident near Midnapore. The court ordered police custody.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফুলপাহাড়ি কান্ডে অবশেষে গ্রেফতার দুই অভিযুক্ত। রবিবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়। ধৃত ওই দুই যুবক সেখ কাদেন ও বিপ্লব চালক আমড়াতলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ছিনতাই, মারধর সহ বিভিন্ন অভিযোগ মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ধৃতদের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ রয়েছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore
নিজস্ব চিত্র

উল্লেখ করা যায়, শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর হোমিওপ্যাথি হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও নার্সিং পাঠরতা এক ছাত্রী বাইকে করে মেদিনীপুর শহরে থেকে চার কিমি দুরে আমড়াতলা ড্যামের সামনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে সন্ধা সাতটা নাগাদ অতর্কিত ভাবে দুই যুবক লাঠি সোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে বলে অভিযোগ। ছাড়িয়ে নেওয়া হয় টাকা ও মোবাইল। চিকিৎসককে বেধড়ক মারধরে রক্তাক্ত করে দেওয়া হয়।

Midnapore

প্রাণ বাঁচাতে পাশের গ্রামে ছুটে গিয়ে স্থানীয়দের নিয়ে এলে ততক্ষনে সেখান থেকে ওই চিকিৎসকের সঙ্গে থাকা নার্সকে পাওয়া যায় নি। খবর যায় গুড়গুড়িপাল থানায়। পুলিশ ও স্থানীয়রা রক্তাক্ত যুবককে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী রাতেই আমড়াতলা জঙ্গলে আলো জ্বালিয়ে খোঁজ শুরু করে ৷ রাত বারোটা নাগাদ জঙ্গলের পাশে থাকা একটি গ্রামের বাসিন্দার বাড়িতে ওই নিখোঁজ যুবতীকে পায় পুলিশ ৷

আরও পড়ুন : যুবককে বেধড়ক মেরে যুবতীকে ‘অপহরণ’, গভীর রাতে জঙ্গল সংলগ্ন গ্রাম থেকে উদ্ধার পুলিশের, রাতভর তল্লাশি, আটক ২

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চালকের

বাড়ির মালিক জানায়, রাত সাড়ে এগারোটা নাগাদ যুবতী জঙ্গল থেকে ছুটে এসে গ্রামের পাশে থাকা লোকজনকে নিজেকে উদ্ধারের আর্তি জানায়। আমরা পুলিশকে বিষয়টি জানায়। সেই রাতেই মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে এই কান্ডে জড়িত দু’জনকে আটক করে জেরা করে নিশ্চিত হয়। পরে তাদের গ্রেফতার করে রবিবার তোলা হয়েছে মেদিনীপুর আদালতে। আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া

আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.