Home » Patachitra Art : পোস্টকার্ড এ স্বীকৃতি পেল পিংলার পট! আনন্দে আত্মহারা পট শিল্পীরা

Patachitra Art : পোস্টকার্ড এ স্বীকৃতি পেল পিংলার পট! আনন্দে আত্মহারা পট শিল্পীরা

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের পিংলার ঐতিহ্যবাহী পটচিত্র এবার পেল সরকারি স্বীকৃতি। ডাক বিভাগের উদ্যোগে ডাক টিকিট ও পোস্ট কার্ডে স্থান পেল এই প্রাচীন শিল্পকলা। শনিবার সবং-এর সজনীকান্ত মহাবিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ডাক বিভাগের তরফে বেশ কয়েকটি পটচিত্র সম্বলিত পোস্ট কার্ড উন্মোচন করা হয়। এই সম্মান পেয়ে খুশির জোয়ারে ভাসছেন পিংলার পটশিল্পীরা।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/4. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পটশিল্পী, প্রশাসনিক আধিকারিক, ডাক বিভাগের প্রতিনিধিরা, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা। পিংলার এই বিশেষ শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আধিকারিকরা। ডাক বিভাগের এক আধিকারিক বলেন, “পটচিত্র বাংলার এক অনন্য লোকশিল্প। এটি শুধুমাত্র ছবি আঁকার মাধ্যম নয়, এর মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি। ডাক বিভাগ মনে করে, এই শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। তাই আমরা পোস্ট কার্ড ও ডাকটিকিটের মাধ্যমে পটচিত্রকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে দেশ-বিদেশের বহু মানুষ এই শিল্পের সঙ্গে পরিচিত হবেন এবং শিল্পীরা উপকৃত হবেন।”

3/4. এ বিষয়ে খ্যাতনামা পটশিল্পী বাহাদুর চিত্রকর বলেন, “এ এক বিরাট গর্বের মুহূর্ত আমাদের জন্য। এতদিন আমরা শুধু প্রদর্শনীতে বা মেলায় আমাদের পট দেখাতাম, এবার সরকারি ডাক বিভাগের মাধ্যমে আমাদের শিল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। এটি আমাদের পরিশ্রমের স্বীকৃতি। আমরা আশা করছি, এর ফলে আরও বেশি মানুষ আমাদের শিল্পের প্রতি আকৃষ্ট হবেন এবং পিংলার পটশিল্পীদের জীবিকা আরও মজবুত হবে।”

আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা

আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ

4/4. শুধু বাহাদুর চিত্রকরই নন, অন্যান্য শিল্পীরাও এই স্বীকৃতি পেয়ে আপ্লুত। তাঁদের মতে, রাজ্য ও কেন্দ্রের সহযোগিতা পেলে পিংলার পটচিত্র আন্তর্জাতিক স্তরে আরও প্রসার লাভ করবে। অনেকেই মনে করছেন, সরকারি এই স্বীকৃতি নতুন প্রজন্মকে পটচিত্র চর্চায় আগ্রহী করে তুলবে এবং পরবর্তী দিনে শিল্পীরা আরও উৎসাহ পাবেন।

আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার আটকাতে বন দপ্তরের জোড়া ফাঁদ, গাড়ি মালিকদের বাড়িতে পৌঁছাবে আইনি নোটিশ!

আরও পড়ুন : দু’মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Pingla’s Patachitra Art

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.