পত্রিকা প্রতিনিধি: সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল ধান যাত্রীবোঝাই লরি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার সিংদা মোড় এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে শ্রীরামপুর মোড় থেকে সিংদা মোড়ের দিকে যাচ্ছিল ধান বোঝাই লরিটি।ঠিক সেই সময় দক্ষিণ জুলিভেড়ির কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নানজুলিতে গিয়ে পড়ে লরিটি।এই ঘটনার স্থানীয়রা ছুটে আসে।তারপর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।এরপর ঘটনার খবর পটাশপুর থানার গেলে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ক্রেনের সাহায্য গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।তাছাড়া গাড়ির চালক পলাতক বলে জানা যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ,শ্রীরামপুর থেকে সিংদা পযর্ন্ত এই গ্ৰামীন সড়ক বেশ কয়েকবছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।কিন্তু এবিষয়ে বারবার প্রশাসনকে জানিয়েও এখনও পযর্ন্ত রাস্তা মেরামতি কাজ শুরু হয়নি।তাছাড়া রাস্তা খারাপের জন্যেই আজ এই ধান বোঝাই লরিটি উল্টে গিয়েছে।