University
আরও পড়ুন ঃ–প্রায় দশ কিলোমিটার নদীতে সাঁতরে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে এসে উঠল হাতির পাল
মেদিনীপুর শহরে লরির ধাক্কায় প্রাণ গেল যুবকের
পত্রিকা প্রতিনিধি: জঙ্গলমহলে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়(Vidyasagar University)। সদ্য প্রাক্তন হওয়া উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী (Ranjan Chakraborty) টানা দশ বছর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অদম্য কর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে রাজ্য তথা ভারতবর্ষের মধ্যে একটি উচ্চতর জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন । যদিও অধ্যাপক চক্রবর্তীর কর্মকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি অংশ সমালোচনা করে গিয়েছেন কিন্তু রঞ্জনবাবুর কর্মকাণ্ডে তা ধোপে টেকেনি । বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অধ্যাপক চক্রবর্তীর বলিষ্ঠ ভূমিকা নিয়ে বিস্তারিতভাবে পরে প্রকাশ করার ইচ্ছা রইল ।
মঙ্গলবার ভারতবর্ষে(India) সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির উৎকর্ষতা রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তীর আমলের অ্যাসেসমেন্টের(Asessment) ভিত্তিতে প্রকাশিত এই রিপোর্টে ২০২১ সালে সারা ভারতবর্ষের মধ্যে এই প্রতিষ্ঠান ২৯ তম স্থান দখল করেছে। ২০২০ সালে ৩০ তম স্থান দখল করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গে(West Bengal) ৪২ টি ও সারা ভারতবর্ষে ৮৭৬ টি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ে এই অ্যাসেসমেন্টে অংশ নিয়েছিল তার বিচারে এই র্যাঙ্ক বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই র্যাঙ্ক নিয়ে বর্তমান উপাচার্য শিবাজী প্রতিম বসু (Sibjaji Pratim Basu) বলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবক সবাই এই খবরে উচ্ছ্বসিত l গত বছরের থেকে আর ও একধাপ এগিয়েছি। প্রাক্তন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। শিবাজি বাবু আরও বলেন বিশ্ববিদ্যালয় কলেজ ও সর্বস্তরের মানুষের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্রমশ আরও ভাল র্যাঙ্ক করবে বলে আশাবাদী আমরা সকলেই ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore