Heatwave in West Bengal. Two students of the Polytechnic were admitted to the hospital due to heat during the examination at Ghatal.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘাটাল গভর্মেন্ট পলিটেকনিক কলেজে পরীক্ষা চলাকালীন গরমে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই কলেজ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কুশপাতা এলাকায় গভর্মেন্ট পলিটেকনিক কলেজে। জানা যায়, এই কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছিল। আজ সেই পরীক্ষা চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র সহ এক ছাত্রী।
তাদের দ্রুত ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। তারা হলেন পঙ্কজ মাহাতো ও প্রিয়াঙ্কা পাল। উল্লেখ্য, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রী। বেলা বাড়তেই রাস্তাঘাট প্রায় শুনশান। দোকানপাট খোলা থাকলেও খরিদ্দার নেই। সূর্যদেবতার তাপ থেকে বাঁচতে ছায়া খুঁজছেন পথচারীরা। কোথাও আবার শীতল পানীয়ের দোকানে ক্রেতাদের ভিড়।
আবহাওয়া দফতর বলছে, তাপপ্রবাহ চলবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়।দক্ষিণের পাশাপাশি তাপপ্রবাহ উত্তরেও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারত থেকে লাগাতার গরম হাওয়া ঢুকছে রাজ্যে। যার জেরে তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি। আপাতত বৃষ্টি (Rain) নিয়ে কোনও আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস। নেই কালবৈশাখীর সম্ভাবনাও। উলটে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে তাপপ্রবাহ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Heatwave
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore