Trinamool leaders invited by the CPM party office in Midnapore Sadar for attenting Astamprahar Mohatsab.
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নীল সাদা কাপড়ের সামিয়ানা, চারিদিকে আলোর রোশনাই কোনো গরীব পরিবারের মেয়ের বিয়ে নয়, সিপিএমের পার্টি অফিসে চলল অষ্টমপ্রহরের মোচ্ছব। যা দেখে চমকে উঠেছিলেন পথচলতি মানুষজনও। ঠিক তখন পার্টি অফিসের উল্টো দিকে এক বাড়িতে বেজে চলেছে হরিনাম সংকীর্তণের গান। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের কনকাবতীতে। এখানে রয়েছে সিপিএমের কনকাবতী লোকাল পার্টি অফিস। এই অফিসে প্রায় 2000 মানুষের সমাগম অষ্টমপ্রহরের মোচ্ছবে।
আরও পড়ুন:- নতুনদের নিয়োগের দাবিতে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের
আরও পড়ুন:- দলে ‘অপছন্দের’ সুশান্ত ঘোষ হলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক
সেখানে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের নেতাকর্মীরাও। 2011 সালে রাজ্যে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল কনকাবতী পার্টি অফিস। এই অফিসেই একসময় সিপিএমের সশস্ত্র বাহিনীর আস্তানা ছিল বলেই বিরোধীদের অভিযোগ। রাতের অন্ধকারে রাস্তায় বিভিন্নজনকে আটকে টাকা আদায়েরও অভিযোগ ছিল এই পার্টি অফিসকে কেন্দ্র করে। আর সেই পার্টি অফিসে রীতিমতো অষ্টমপ্রহরের মোচ্ছব চলল বুধবার থেকে।
Midnapore Sadar
আরও পড়ুন:- সরকারি শিক্ষাক্ষেত্র বেসরকারী হাতে! বিক্ষোভ মেদিনীপুরে
আরও পড়ুন:- দু’বছর পর আবার প্রাণবন্ত হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ
তবে সম্প্রতি রক্তদান শিবিরকে কেন্দ্র করে পার্টি অফিসে টাঙ্গানো ছিল একাধিক সিপিএমের পতাকা। সেই পতাকাও খুলে নেওয়া হয়েছে মোচ্ছবের জন্য। তবে দেওয়ালে এখনও সিপিআই প্রার্থী তরুণ ঘোষকে ভোট দেওয়ার আবেদন এবং মার্কসীয় পাঠ কেন্দ্র লেখা জ্বলজ্বল করছে। রয়েছে বিজেপির প্রতীক আঁকাও। অফিস প্রাঙ্গণে নীল-সাদা কাপড়ের সামিয়ানা শুধু নয়, পার্টি অফিসের প্রতিটি রুম ব্যবহার হয়েছে অষ্টমপ্রহরকে কেন্দ্র করে।
আরও পড়ুন:- একেবারে অভিনব কায়দায় রন্ধনশালায় এসে এগরায় প্রচার করতে হাজির তৃণমূল প্রার্থী
আরও পড়ুন:- দলের নির্দেশ না মানায় পশ্চিম মেদিনীপুরে কুড়িজনকে বহিষ্কার করল তৃণমূল, বিজেপি চাইল জবাব
দোতালাতেও চলেছে খাওয়া-দাওয়ার আয়োজন। পার্টি অফিসের উল্টোদিকে যে বাড়িতে এই অষ্টমপ্রহরের আয়োজন হয়, সেই বাড়ির সদস্য চঞ্চল বারিক জানান, “বাড়িতে জায়গা না থাকায় সিপিএম পার্টি অফিসে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল।” সেখানে আমন্ত্রিত হয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে স্থানীয় নেতাকর্মীরাও। বুধবার রাতে মোচ্ছবে উপস্থিত ছিলেন বলে মানছেন কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত সদস্য বাবাই মাঝি।
আরও পড়ুন:- মেদিনীপুরে কংগ্রেস প্রার্থীর বাড়িতে ভোট প্রার্থনায় হাজির বিজেপি প্রার্থী
তিনি বলেন, গ্রামের সবার নিমন্ত্রণ ছিল। সে হিসাবে যাওয়া হয়েছিল এবং সেখানে খাওয়া-দাওয়ার অনুষ্ঠানের জন্য সিপিএমের সমস্ত পতাকা আগে থেকেই খুলে নিয়েছিল। কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। বিজেপির এক নেতা বলেন, সিপিএমে আর লোকজন নেই, তাই সংগঠনের খরচ চালাতে পার্টি অফিস ভাড়া দেওয়ার প্রক্রিয়া চলছে। এতে বিতর্কের কিছু দেখছেন না সিপিএম নেতা প্রশান্ত ঘোষ। তিনি বলেন, এলাকার মানুষের প্রয়োজন পড়েছে, তাই দেওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore Sadar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore