Home » মোহনপুরে দলীয় কর্মসূচীতে যাওয়ার পথে তৃণমূল নেতৃত্বকে মারধর

মোহনপুরে দলীয় কর্মসূচীতে যাওয়ার পথে তৃণমূল নেতৃত্বকে মারধর

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : ফের রাজনৈতিক সন্ত্রাস মোহনপুরে।দলীয় কর্মসূচিতে যোগ দিতে  যাওয়ার পথে বিজেপির মারে আহত শাসক দলের নেতৃত্ব থেকে কর্মীরা। বিজেপির আক্রমণে আহত হলেন তৃণমূলের দুজন। এমনই অভিযোগ শাসক দলের। রবিবার রাতে মোহনপুরের সাউটিয়া পঞ্চায়েতের সরকি এলাকার ঘটনা। মারধরের ঘটনায় আহত হয়েছেন অঞ্চল তৃণমূলের সভাপতি অমূল্য জানা ও তাপস পাল। Mohanpur, Mohanpur, Mohanpur, paschim Medinipur news, Bjp, TMC

আরো পড়ুন- আজকের পত্রিকা- ১৯ অক্টোবর ২০২০, বাং-২ কার্ত্তিক ১৪২৭

ঘটনার পর আহতদের উদ্ধার করে মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়।  যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছে বিজেপি।জানা গিয়েছে, রবিবার রাতে সরকি এলাকায় দলের বুথ কমিটির একটি মিটিং ছিল। অঞ্চল কমিটির সম্পাদক পূর্ণ শী-র বাড়িতে মিটিংয়ের আয়োজন হয়। তৃণমূলের অভিযোগ সেই মিটিং-এ যাওয়ার সময় বিজেপির লোকজন অতর্কিতে অন্ধকারে হামলা চালায় শাসক দলের নেতা কর্মীদের উপর। মারধর করা হয় দুইজনকে।গুরুতর জখম হন অঞ্চল কমিটির সভাপতি সহ মোট দুজন। সোমবার আহত দুজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাতেই তাদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা তৃণমূল নেতৃত্ব প্রদীপ পাত্র।
মোহনপুর থানায় বেশ কয়েকজন বিজেপি কর্মী, সমর্থকের নামে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। নেতৃত্ব প্রদীপ পাত্র বলেন,” লোকসভা নির্বাচনের পর থেকে মারধরের রাজনীতি চালাচ্ছে বিজেপি। রাতেও দলের কর্মীদের ওপর মারধর করা হয়েছে।”যদিও এই মারধরের ঘটনার কথা অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।পুলিশ সুত্রে খবর,মারধরের ঘটনার অভিযোগ হয়েছে। তদন্ত চলছে।তবে ফের মারধর ও রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় চাঞ্চল্য মোহনপুরে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.