Assembly Elections
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: দু’শো পারের টার্গেট থমকে গিয়েছিল আশির আগেই। যা আশাও করেনি বিজেপি নেতৃত্ব। তারপর থেকে হারের কারণ খুঁজেছেন নেতারা। তাতে অনেক বিজেপি নেতা কর্মীরা নাকি ভোটে অন্য দলের হয়ে কাজ করেছেন বলে উঠে এসেছে। এমনটাই দাবি বিজেপি নেতাদের। সোমবার মেদিনীপুর শহরে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন সাংসদ দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।
আরও পড়ুন:- কালী পুজোর আগেই মেদিনীপুর শহরের উপকণ্ঠে হাতির পাল, সতর্ক বন দফতর
আরও পড়ুন:- মাধ্যমিক ৭ মার্চ, উচ্চ মাধ্যমিক ২ এপ্রিল থেকে, একনজরে দেখে নিন কবে কোন পরীক্ষা
মেদিনীপুর শহরের শ্যাম সংঘ হলে বিজয়া সম্মিলনী ও নতুন রাজ্য সভাপতিকে সংবর্ধনা সভার আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। কর্মীদের নিয়ে বৈঠক করেন রাজ্য সভাপতি। সভা শেষে দিলীপ ঘোষ বলেন, “আমাদের দলে এখনো অনেক লোক রয়েছে যাদের বিষয়ে খোঁজ নিচ্ছি আমরা। নির্বাচনের সময় আমাদের দলে থেকেও অন্য দলের হয়ে কাজ করেছে। আমরা তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” অনেকে মনে করেন, অন্য দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িকই দলের অন্দরে নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল।
আরও পড়ুন:- কাঁথিতে তৃণমূলের তীব্র গৃহযুদ্ধ, কটাক্ষে পিছিয়ে নেই বিজেপিও
তাদের মধ্যে অনেকে ভোটে টিকিটও পেয়েছিলেন। তবে ভোটে ফের ক্ষমতায় তৃণমূল আসায় বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে। যদিও রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার বলেন, “দলের যারা এখন স্ট্রং কর্মী তাদের নিয়ে ইতিপূর্বেও অনেক জনপ্রতিনিধি জিতেছেন। যারা নির্বাচনের আগে এসেছিলেন তারাই চলে যাচ্ছেন। এতে দলের মধ্যে কোনো প্রভাব পড়বে না। দলের পুরোনো কর্মীরা দলকে যথেষ্ট দাঁড় করিয়েছেন, বহু স্থানে জয়লাভ করেছেন, ভবিষ্যতেও করবে।”
আরও পড়ুন:- বর্তমান পরিস্থিতিতে বিপন্ন শৈশব, তবুও সম্পূর্ণ হারিয়ে যায়নি দীপাবলিতে দেওয়ালি ঘর তৈরির উদ্দীপনা
আরও পড়ুন:- মেদিনীপুরে বেসরকারি নির্ণয় হাসপাতালে হামলার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কর্তৃপক্ষের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Assembly Elections
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: The target of two hundred seats was stopped before eighty. Which the BJP leadership did not expect. Since then, leaders have been looking for reasons for the rate. It has come up that many BJP leaders and activists have worked for another party in the polls. That is the demand of BJP leaders. BJP state president Sukant Majumder arrived in Midnapore on Monday. There were others including MP Dilip Ghosh.
West Midnapore district BJP organized Vijaya Sammilani and reception for the new state president at Shyam Sangha Hall in Medinipur town. The state president held a meeting with the staff. At the end of the meeting, Dilip Ghosh said, “We still have a lot of people in our party whom we are looking for. During the election, our party also worked for another party. We will find them and take necessary action.” Many feel that the rush to join the BJP from another party has caused anger among the leaders and workers within the party.
Many of them also got tickets to vote. However, with the return of the Trinamool to power in the polls, there is a rush to leave the BJP. However, state president Sukant Majumder said, “The party has already won a lot of MPs with strong workers now. Those who came before the election are leaving. It will not have any effect on the party. Will. “