The law of the ruler is going on in the state, said Bharti Ghosh in Midnapore
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই কাউন্সিলর খুনের ঘটনায় উতপ্ত বঙ্গ রাজনীতি। ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্ত খুন হন। তিনি তৃণমূল কাউন্সিলর।
আরও পড়ুন:- খড়্গপুর শহরে বি.টেক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
অপরদিকে পুরুলিয়ার ঝালদায় গুলিতে নিহত হয়েছেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। বোর্ড গঠনের আগে কংগ্রেস কাউন্সিলর খুনে অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার মেদিনীপুর শহরে মিছিল করে কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, পুরসভা দখলের জন্য রাজনৈতিক হত্যাকাণ্ড চালাচ্ছে রাজ্যে।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে সম্পত্তি হাতানোর জন্য জীবিত বৃদ্ধার নামে ‘ডেথ সার্টিফিকেট’, বিতর্কে গ্রাম পঞ্চায়েত
আরও পড়ুন:- গয়নার লোভে পশ্চিম মেদিনীপুরে মহিলাকে খুন, গ্রেফতার ৩ দুষ্কৃতী
তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও জানিয়েছে। পাশাপাশি মেদিনীপুরে এসে বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। তিনি বলেন, বাংলার আইন শৃঙ্খলা নিয়ে ভারতবর্ষে প্রশ্ন উঠেছে। খুনের ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত না করে ফেলে রাখে।
আরও পড়ুন:- লাগাতার হাতির হানায় মেদিনীপুর সদরে তছনছ জমির ফসল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore