Home » প্রায় দশ কিলোমিটার নদীতে সাঁতরে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে এসে উঠল হাতির পাল, ক্ষোভ বনদফতরের বিরুদ্ধে

প্রায় দশ কিলোমিটার নদীতে সাঁতরে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে এসে উঠল হাতির পাল, ক্ষোভ বনদফতরের বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

river

আরও পড়ুন ঃ ভর্তি ফি কমানোর দাবিতে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের

পত্রিকা প্রতিনিধি: প্রবল বর্ষণে কংসাবতী নদীর (Kansai River) দুকূল জলে থৈ থৈ করছে। তারই মাঝে প্রায় ১০ কিলোমিটার জলে সাঁতরে এসে নদীর পাড়ে উঠল হাতির পাল। ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই পালে ৯ টি হাতি রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রি দুটো নাগাদ হাতির পাল মানিকপাড়ার(Manikpara) ডুমুরিয়া (Dumuriya) এলাকায় প্রবেশ করে। নদীতে জল বেশি থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে নদীতে নামে। জলের স্রোতে প্রায় ১০ কিলোমিটার ভেসে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার গুড়গুড়িপাল (Gurguripal)থানার লোহাটিকরী (Lohatikari) সংলগ্ন এলাকায় নদীর পাড়ে উঠে।

নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা বাপি কর (Bapi Kar) শুভম চালক (Subham Chalak), অজয় ঘোষরা (Ajoy Ghosh)বলেন, জলের তোড়ে হাতিগুলি একবার ডুবে, একবার উঠে। কোনোরকমে শুঁড় উঁচিয়ে হস্তিশাবকদের নিয়ে জল পার হয়। তবে কোনো অঘটন ঘটে নি বলে জানান তারা। মানিকপাড়ার (Manikpara) এক বনকর্মী মানছেন, ডুমুরিয়াতে (Dumuria)নদী পার হতে জলে নেমেছিল হাতির পালটি। স্থানীয়দের অভিযোগ, কংসাবতী নদীতে প্রচুর জল থাকলেও বন দফতর হাতিকে তাড়ানোর চেষ্টা করছেন। করছেন।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতির এই পালটির হানায় সম্প্রতি ঝাড়গ্রাম(Jhargram) জেলায় দুজনের মৃত্যু হয়েছে। তারপর থেকে হাতির পালটিকে সরানোর চেষ্টা চালাচ্ছিল বন দফতর। লোধাশুলি (Lodhasuli)থেকে পালটিকে তাড়িয়ে মানিকপাড়ার বাঁশতলার(Banstala Jungle) জঙ্গলে পাঠিয়ে দেয়। সেখান থেকে নদী পেরিয়ে বুধবার সকালে মেদিনীপুর সদরে (Medinipir Sadar) পৌঁছে যায়। মানিকপাড়ার(Manikpara) এক বনকর্মী বলেন, হাতির পালটিকে তাড়ানো হয় নি। নিজেরাই নদী পেরিয়ে গিয়েছে। খাবারের সন্ধানে হাতির পাল নদী পেরিয়েছে বলে অনুমান অনেকের। এদিন সকাল ছ’টা নাগাদ হাতির পালটি গুড়গুড়িপালের শালিকা(Shalika) দিয়ে পিচ রাস্তা পেরিয়ে জঙ্গলে প্রবেশ করে। যাতায়াতে বেশকিছু জমির সদ্য রোয়া ধানের ক্ষতি হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

river

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.