Home » Goat Theft : ছাগল চুরিকে কেন্দ্র করে মেদিনীপুর গ্রামীণে উত্তেজনা, পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর, নেপথ্যে বালি ব্যবসায়ী! গ্রেপ্তার দুই

Goat Theft : ছাগল চুরিকে কেন্দ্র করে মেদিনীপুর গ্রামীণে উত্তেজনা, পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর, নেপথ্যে বালি ব্যবসায়ী! গ্রেপ্তার দুই

by Biplabi Sabyasachi
0 comments

Tensions in Medinipur Grameen over goat theft, police beaten

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ছাগল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর গ্রামীণে। পথ অবরোধ করে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। মারধরে দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তারপরই বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেপথ্যে বালি ব্যবসায়ীদের মদত বলে অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার দু’জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মেদিনীপুর গ্রামীণের ধেড়ুয়াতে।

আরও পড়ুন:- ভ্যানিসিং কালির কামাল! মুছে গেল চেকে লেখা টাকার অঙ্ক, পূর্ব মেদিনীপুরে গ্রেফতার যুবক

Goat Theft
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- নকল বোন সাজিয়ে এনে পৈত্রিক সম্পত্তি বিক্রির চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে রেজিস্ট্রি অফিসে আটক ৩ মহিলা সহ ৫ অভিযুক্ত

জানা গিয়েছে, সম্প্রতি বেশ কিছুদিন ধরেই এলাকা থেকে ছাগল চুরি হচ্ছিল। এদিনও ছাগল চুরি করতে গিয়ে ধাওয়া করে এক ব্যক্তিকে ধরে ফেলেন স্থানীয়রা। তাকে নিয়ে গিয়ে ধেড়ুয়ার একটি হোটেলে আটক করে রাখে। খবর পেয়ে শতাধিক মানুষজন জড়ো হন। তাদের অভিযোগ, হোটেলে কেন তোলা হবে? পুলিশের হাতে না দিয়ে চোরকে নিরাপত্তা দিতে হোটেল আশ্রয় দিয়েছে হোটেল মালিক। যদিও উপপ্রধান কাজল সিংহ জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা মারধর শুরু করেছিল, যে কারণেই অঘটন এড়াতে তাকে হোটেলে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন:- পিংলা কাণ্ডে ধৃতকে তোলা হল মেদিনীপুর আদালতে, বিক্ষোভ জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরে

Goat Theft

Advertisement

আরও পড়ুন:- ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ২০ বছর সশ্রম কারাদন্ড যুবকের

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উল্টে তাদের ঘিরে চলে বিক্ষোভ। ভাঙা হয় পুলিশের গাড়ির কাঁচ। আহত হন দু’জন পুলিশ কর্মী। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় পুলিশের মহিলা কনস্টেবলকেও। পরে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের নেপথ্যে বালি ব্যবসায়ীরা যুক্ত বলে অভিযোগ। ঘটনায় হোটেল মালিক তথা বালি ব্যবসায়ী প্রতাপ চন্দ্র দাস ও পঞ্চায়েত সদস্য প্রফুল্ল মাহাতকে গ্রেফতার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। ছাগল চুরিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা নিয়ে পেছনে রহস্য দেখছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, হোটেল মালিক প্রতাপ চন্দ্র দাস ধেড়ুয়ার একটি বালি খাদানের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন:- শিকারকে কেন্দ্র করে শিকারিদের মধ্যে গণ্ডগোলে উত্তেজনা লালগড়ে

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই বালি তোলার জন্য মেশিন ব্যবহারের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েও পায়নি প্রতাপ। তারপর থেকেই তাদের ক্ষোভ ছিল পুলিশের বিরুদ্ধে। সম্প্রতি একদিন রাতে পথ অবরোধ করার সিদ্ধান্তও নেয় ওই বালি ব্যবসায়ী সহ তার লোকজন। কিন্তু পুলিশের আগাম সর্তকতায় পিছু হটে তারা। অনেকে মনে করছেন, এদিনের ঘটনার পেছনে বালি জড়িয়ে রয়েছে। যে কারণে পুলিশের উপর রাগ এসে আছড়ে পড়ে। ভাঙা হয় গাড়ি, আক্রান্ত হয় পুলিশকর্মী। গুড়গুড়িপাল থানার ওসি শুভঙ্কর রায় জানিয়েছেন, পুলিশের গাড়ি ভাঙার পাশাপাশি পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন:- ঝাড়গ্রামে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Goat Theft

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.