Sand Car
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: মেদিনীপুর শহর ছাড়াও অন্যান্য জায়গায় পাকা বাড়ি নির্মাণের জন্য পর্যাপ্ত পরিমাণ বালি পাওয়া যাবে না ।যার ফলে অনেকের বাড়ি তৈরি বন্ধ হয়ে গিয়েছে। অভিযোগ পুলিশ প্রশাসন শহরে বালি বোঝাই ট্রাক্টর ঢুকতে দিচ্ছে না। এ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, ” বালি বোঝাই গাড়ি চলাচল নিয়ে রাজ্য সরকারের নির্দেশমতো পুলিশ প্রশাসন থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। বালি বহনের জন্য ক্যারিং অর্ডার থাকলে পুলিশ কখনোই তা আটকাবে না। যদি বেআইনিভাবে বালি বহন করা হয় তা নিয়ে পুলিশ অবশ্যই পদক্ষেপ নেবে। ” কারণ বেআইনিভাবে বালি বহনের সময় গাড়ির চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালান।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে ‘লক্ষ্মী ভান্ডার’ ফর্ম ফিলাপের নামে একাধিক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব,গ্রেফতার ১
আরও পড়ুন:- শস্য ও সন্তানের সমৃদ্ধি কামনায় পশ্চিম মেদিনীপুরে পালিত হল করম পরব
তাতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। আবার বেআইনিভাবে বালি বহনের সময় ওভারলোড থাকে। তখনও দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। বালি বহনের সময় ক্যারিং অর্ডার থাকলে পুলিশ কখনো বাধা দেবে না বলে পুলিশ সুপার জানিয়েছেন। পাশাপাশি পুলিশ সুপার দিনেশ কুমার বলেন নাকা চেকিং জোরদার করার ফলে ওভারলোডিং কমছে । গত এক সপ্তাহে নাকা পয়েন্টে ৬০০০ গাড়ি পার হয়েছে। এরমধ্যে ৪০০০ গাড়ি খালি ছিল। ২১ টি ওভারলোডিং গাড়ি আটক করে ২৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আরও পড়ুন:- সাসপেন্ডেড পুলিশ কর্মীর গাড়ির ধাক্কায় পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হল বাইক আরোহীর
সবং এর বন্যা পরিস্থিতি তিনি নিজে ঘুরে দেখেছেন । সেখানে ২৬ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ৪০ হাজার মানুষ কে খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। ৮ টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে।অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নাকা চেকিং এর সময় বাইক চালক ও পেছনে বসে থাকা বাইক আরোহী দুজনকেই হেলমেট পরতে হবে। তার সাথে অবশ্যই দেখা হবে গাড়ির বৈধ কাগজ পত্র। লাইসেন্স না থাকলে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি লাইসেন্সও বাতিল করা যেতে পারে।
আরও পড়ুন:- বন্যা দুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে বিক্ষোভ SUCI-র
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sand Car
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Sand Car
Web Desk, Biplabi Sabyasachi online paper: Apart from the city of Midnapore, there is not enough sand available for the construction of pucca houses. As a result, many houses have stopped being built. Allegedly, the police administration is not allowing tractors loaded with sand to enter the city. In this regard, West Midnapore District Superintendent of Police Dinesh Kumar told a press conference on Saturday, “The police administration has taken steps as per the instructions of the state government regarding the movement of sand-laden vehicles. If there is a carrying order for carrying sand, the police will never stop it. The police must take action. ”Because the drivers are reckless while carrying sand illegally.
There is a risk of an accident. Again there is overload while carrying sand illegally. Even then the risk of an accident remains. The police superintendent said that if there is a carrying order while carrying sand, the police will never stop it. Besides, Superintendent of Police Dinesh Kumar said overloading has been reduced as a result of intensifying Naka checking. In the last one week, 6,000 vehicles have crossed Naka Point. Of these, 4,000 vehicles were empty. 21 overloading vehicles were seized and a fine of Tk 28 lakh was collected.
He has personally visited Sabang’s flood situation. 26,000 people have rescued there. 40,000 people have given food packets. 6 community kitchens have opened. On the other hand, the police administration has informed that both the biker and the rider sitting in the back have to wear helmets while Naka checking. He must met with the valid paperwork of the car. If there is no license, strict action can taken and the license can revoked.