Home » নিকাশিতে বেহাল! জলমগ্ন রেল শহরের বিভিন্ন এলাকা, খড়্গপুর স্টেশনে ঢোকার মুখে ধস নামল রেললাইনে

নিকাশিতে বেহাল! জলমগ্ন রেল শহরের বিভিন্ন এলাকা, খড়্গপুর স্টেশনে ঢোকার মুখে ধস নামল রেললাইনে

by Biplabi Sabyasachi
0 comments

Kharagpur

আরও পড়ুন ঃএক রাতের প্রবল বর্ষণে জলের তলায় মেদিনীপুর শহরের বহু এলাকা

পত্রিকা পত্রিকা: নিকাশি বেহাল, টানা বৃষ্টিতে ভাসল মেদিনীপুর (Medinipur) – খড়্গপুর (Kharagpur) দুই শহরই। খড়্গপুর স্টেশনে ঢোকার মুখে ধস নামল রেললাইনে । ছিঁড়ল ওভারহেড (Overhead) তারও । প্রবল বৃষ্টির জেরেই এই বিপত্তি বলে রেল সূত্রে জানানো হয়েছে। শুরু হয়েছে মেরামতির কাজ ।দুর্ঘটনার সময় একটি মালগাড়ি যাচ্ছিল সেখান দিয়ে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে সেটি।

ছবি- মোহিত মোংরে

রাতভর বৃষ্টিতে জলমগ্ন খড়্গপুরের বিভিন্ন এলাকা।বৃষ্টির জমা জলে জলমগ্ন খড়্গপুর পুরসভার (Kharagpur Municipality) বিভিন্ন এলাকা।বেহাল নিকাশিকেই দায়ী করে পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে শহরের অধিবাসীবৃন্দ । জল জমেছে খড়্গপুর গ্রামীণ (Kharagpur Rural) সহ কৌশল্যা (Koushalya), গোপালনগর (Gopalnagar), মীরপুর (Mirpur), গিরিময়দান (Girimaydan) ও রেল শহরের বিভিন্ন এলাকায়। বৃষ্টিতে শহরের বেহাল নিকাশি বেআব্রু হয়ে গিয়েছে। অনেক এলাকায় নিকাশি নালার মুখ অবরুদ্ধ। জল উপচে বিভিন্ন রাস্তা জল থইথই হয়েছে।

খড়্গপুর স্টেশন জলমগ্ন


এদিন খড়্গপুরের পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড সহ কৌশল্যা মোড় (Koushakya More), বারবেটিয়া (Barbetia),বেনাপুর (Benapur), হিজলি স্টেশন (Hijli Station),ইন্দার (Inda) আনন্দনগর (Anandanagar), সারদা পল্লী (Saradapally), পাঁচবেড়িয়া (Pachberia), ভবানীপুর (Bhabanipur), মাঠপাড়া (Mathpur) ,শ্রীকৃষ্ণপুরের (Srikrishnapur), দীনেশনগর (Dineshnagar), রবীন্দ্রপল্লী (Rabindrapally), তালবাগিচার (Talbagicha), নিমপুরার (Nimpura) আরামবাটি (Arambati), দেওয়ানমাড়োর (Dewanmaro) মতো বহু নিচু এলাকায় ছিল হাঁটুজল। অনেকের বাড়িতেও ঢুকে গিয়েছে নালার জল । শহরের নাগরিকদের একাংশের অভিযোগ বেআইনি প্রমোটিং (Promoting) রাজত্ব, অবৈধ নির্মাণ এর ক্ষেত্রে পুরকর্তৃপক্ষের উদাসীনতায় এই অবস্থার পেছনে দায়ী। কারণ গত কয়েক বছরে এলাকায় থাকা অনেকগুলো পুকুর ,নয়ানজুলি, জলাশয় বন্ধ করে সেখানে ছোট বড় বাড়ি, ফ্ল্যাট নয়তো কমিউনিটি হল তৈরি হয়ে গিয়েছে। ফলে নিকাশি ব্যবস্থা একেবারে রুদ্ধ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kharagpur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.