Job
আরও পড়ুন ঃ– “কর্পোরেট ভারত ছাড়ো” স্লোগান তুলে কৃষক সংগঠনগুলির বিক্ষোভ মেদিনীপুরে
আরও পড়ুন ঃ– বছরে ২ বার ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’ শীঘ্রই; ঝাড়গ্রামে ঘোষণা মমতার
পত্রিকা প্রতিনিধি: বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষায় উত্তীর্ণদের এবং সমস্ত সরকারী শূণ্যপদে দ্রুত নিয়োগের দাবিতে সারা ভারত দাবি দিবস পালন করল অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি (All India Unemployed Youth Struggle Committee)। সারা রাজ্যের পাশাপাশি নারায়ণগড়(Narayangarh) ব্লকের বেলদাতে(Belda) দিনটি পালিত হয়। সোমবার আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির পক্ষ থেকে বেলদাতে মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিল বেলদা ট্রাফিক স্ট্যান্ড থেকে শুরু হয়ে কেশিয়াড়ী(Keshiary) মোড়ে এসে শেষ হয়।
আরও পড়ুন ঃ– ‘আদিবাসীদের জঙ্গল থেকে উচ্ছেদের চেষ্টা করছে বিজেপি সরকার’- মন্ত্রী সৌমেন মহাপাত্র
অবিলম্বে সমস্ত সরকারী শূণ্যপদে নিয়োগ, চাকরির পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে পথ হাঁটেন। আয়োজন করে পথসভার। সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত পানিগ্রাহী(Sushanta Panigrahi) বলেন, দেশ জুড়ে বেকারত্ব ভয়াবহ রূপ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি দীর্ঘদিন নিয়োগ না করার ফলে। পাশ করা চাকরীপ্রার্থীদের নিয়োগ নিয়েও উদাসীনতা রয়েছে। বেকারদের কাজের দাবিতে ঐক্যবদ্ধ যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির পক্ষ থেকে এদিন বেলদাতে এই কর্মসূচি বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
আরও পড়ুন ঃ– লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ঘটনায় চাঞ্চল্য
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Job
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore