Home » Ghatal Flood Issues : ঘাটালে বন্যা রুখতে আগাম প্রস্তুতি বৈঠক, কলেজ পড়ুয়াদের রাজনীতির হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দেব-এর

Ghatal Flood Issues : ঘাটালে বন্যা রুখতে আগাম প্রস্তুতি বৈঠক, কলেজ পড়ুয়াদের রাজনীতির হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দেব-এর

by Biplabi Sabyasachi
0 comments

Preparatory meeting in advance to prevent floods Issues in Ghatal

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত বর্ষাতে প্রায় পাঁচবার বন্যার মুখোমুখি হয়েছে ঘাটাল মহকুমা। চরম ভাবে আর্থিক ক্ষতি হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে আগেই প্রস্তুত হতে বৃহস্পতিবার ঘাটালে বৈঠক করলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী ও জেলা প্রশাসনের আধিকারিকরা। ঘাটাল শহরে বন্যা আটকাতে প্রকল্পের প্রস্তাব পৌর প্রশাসনকে। বৈঠক শেষে দেব জানালেন, “কেন্দ্রের কানে কথা ঢুকছে না, আমাদেরকে আমাদের মত প্রস্তুত হতে হচ্ছে।” এদিন বেলা এগারোটা থেকে ঘাটালে একাধিক কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছিলেন সাংসদ দেব।

আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে উঠছেই মেশিন দিয়ে বালি, ভূমি দফতর ও পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ফের লক্ষাধিক টাকার শাল গাছ চুরি মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে, বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন

মহকুমা শাসক, জনপ্রতিনিধি, জেলাশাসক রশ্মি কমল উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই ঘাটালের বন্যা পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতি বৈঠক হয়েছে। বৈঠক শেষে জেলাশাসক জানান, “বীরসিংহ নিয়ে বৈঠকের সাথে সাথে ঘাটালের বন্যা নিয়ে বৈঠক হয়েছে। গতবারে বন্যার যে খারাপ পরিস্থিতি ছিল সেই অভিজ্ঞতা থেকে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে। ঘাটাল পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে শহরের যাতে বন্যা না ঢোকে তার জন্য প্রকল্পের প্রস্তাব দিতে বলেছি। এজন্য বিভিন্ন বিভাগকে ব্যবস্থা নিতে বলবো। আপাতত তিনটে পাম্প উনি চেয়েছেন।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে ডাকা বিক্ষোভ সভায় ভুল জাতীয় সংগীত কাউন্সিলরের, সমালোচনার ঝড়

Advertisement

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন্যপ্রাণ শিকার আটকাতে ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতা প্রচার পুলিশ ও বন দফতরের

Ghatal Flood Issues

সেই সঙ্গে হাসপাতাল ও মহকুমাশাসকের অফিস বন্যার সময় যে ভাবে ক্ষতিগ্রস্থ হয় সেদিকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।” দেব বলেন, “গত কয়েক দফায় বন্যাতে চরম ক্ষতি হয়েছে। তাই বন্যার আগে আগাম প্রস্তুতি নিতে এ বৈঠক হয়েছিল। বন্যা হলে কিভাবে ঘাটালের লোকজনকে বাঁচানো যাবে, জলে ডুবে গেল বিদ্যুৎ পরিষেবা কিভাবে পৌঁছানো যায়, এজন্য বিভিন্ন প্রস্তাব নিতে বলা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে আগেও বলেছি আবার বলব। এখন আমাদেরকে নিজেদের জন্য নিজেদেরকে লড়াই করতে হবে। কারণ দিল্লির কানে আমাদের কথাগুলো পৌঁছাচ্ছে না।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বেআইনি গুটখা-জর্দার গোডাউনে হানা পুলিশের, গ্রেফতার ১

তবে ঘাটালের মানুষকে বলব আমরা পাশে আছি। আমরা যতদিন বাঁচবো ঘাটালের মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। সেই লক্ষ্যেই এই বৈঠক গুরুত্বপূর্ণ ছিল।” বৈঠকের শেষে ঘাটালে হরিসিংপুর পার্ক তৈরীর জন্য পরিদর্শন করেন দেব। ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকেও যোগ দেন। পরে ঘাটাল কলেজ গভর্নিং বডির বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। পরের বিভিন্ন বৈঠকে মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া, বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্যরা উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুন:- প্রয়াত হলেন মহিষাদল রাজবাড়ির রাজমাতা ইন্দ্রানী গর্গ 

ঘাটাল কলেজের সভায় অংশ নিয়ে কলেজ পড়ুয়াদের রাজনীতির হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দেন দেব। সভামঞ্চে তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের উচিত কলেজে পড়াশোনার সময় রাজনৈতিক হিংসা থেকে দূরে থাকা। রাজনৈতিক জলে নিমজ্জিত হয়ে একে অপরের বিরুদ্ধে শত্রুতা না করা। এখন বন্ধুত্ব, সহযোগিতা ও ভালো পড়াশোনাটা প্রয়োজন। এখন থেকে রাজনৈতিক হিংসা মাথায় ঢুকে গেলে ভবিষ্যতে ভালো পড়াশোনা করে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা সম্ভব হবে না। তাই রাজনীতির থেকে পড়াশোনায় সকলে মন দিন।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Ghatal Flood Issues

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.