Home » Naka Checking : পশ্চিম মেদিনীপুরে পুলিশের নাকা চেকিং, টাকা সহ গ্রেফতার বিজেপি প্রার্থী

Naka Checking : পশ্চিম মেদিনীপুরে পুলিশের নাকা চেকিং, টাকা সহ গ্রেফতার বিজেপি প্রার্থী

by Biplabi Sabyasachi
0 comments

Police naka checking in West Midnapore, BJP candidate arrested with money

ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাত পোহালেই পশ্চিম মেদিনীপুরের মোট সাতটি পুরসভার নির্বাচন। শনিবার সকাল মেদিনীপুর শহরে প্রবেশ পথে সিসিটিভি লাগিয়ে নাকা চেকিং শুরু করল কোতয়ালী থানার পুলিশ। জেলার সাত পুরসভা এলাকাতেই প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। নাকা পয়েন্ট রয়েছে ১৯টি ৷ এই নাকাগুলিতে দিনভর চলল চেকিং। মেদিনীপুর শহরের প্রবেশ পথে আমতলা ঘাট, ধর্মা, কেরানীচটি, রাঙামাটি সহ বিভিন্ন এলাকাতে পুলিশের পক্ষ থেকে নাকা পরীক্ষা শুরু হয়।

আরও পড়ুন:- ভোটের আগের দিন মেদিনীপুর শহরে পুড়ল তৃণমূলের গাড়ি, উত্তেজনা

Naka Checking
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- নাকা চেকিংয়ে পূর্ব মেদিনীপুরে উদ্ধার সাড়ে ৩ লক্ষ টাকা, ৫ টি মোবাইল, ২১ টি ATM কার্ড, ধৃত ৩

সম্ভাব্য সমস্ত প্রবেশের স্থানে সিসিটিভি লাগিয়ে নজরদারি শুরু করেছে পুলিশ। তার সাথে সাথে শহরে প্রবেশ করার সমস্ত গাড়িতে পরীক্ষা করছে পুলিশকর্মীরা। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন লোকজনের কাছে থাকা মোটা টাকা আটক করেছে এই নাকা চেকিংয়ে থাকা পুলিশকর্মীরা। পুলিশ জানিয়েছে, পাঁচটার মধ্যে প্রায় সাত লক্ষ টাকা আটক করা হয়েছে। যাদের সঙ্গে ওই টাকা ছিল তারা উপযুক্ত প্রমাণ দিতে পারলে তাদের ফেরত দেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।

Naka Checking

আরও পড়ুন:- প্রচারের শেষ বেলায় মেদিনীপুরে ময়দান কাঁপালো রাজনৈতিক দলগুলি

Naka Checking
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পশ্চিম মেদিনীপুরের তিনজন

একই ভাবে নগদ টাকা সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন খড়ার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র৷ পুলিশের দাবি শনিবার রাত বারোটা নাগাদ যখন বাড়ি ফিরছিল তার কাছ থেকে পুলিশ ৭০ হাজার ৫০০ টাকা নাকা চেকিংয়ের সময় উদ্ধার করেছে। এই ঘটনায় রাতেই গ্রেপ্তার করা হয় ওই বিজেপি প্রার্থীকে। পরে রাতেই জামিনে মুক্তি পায়।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে এক ব্যক্তি সহ মৃত্যু দুই গবাদিপশুর

Advertisement

আরও পড়ুন:- বসন্তে ব্যাপক শিলা বৃষ্টি গোয়ালতোড়ে, ক্ষতি সবজির

তবে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, “রাতে তৃণমূলের দুষ্কৃতীরা খড়ার পৌরসভায় টাকা বিলি করতে গিয়েছিল, তা জানতে পেরে প্রতিবাদ করতে যায় আমাদের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র। আর তখনই তাকে তৃণমূল কর্মীরা পুলিশের সামনেই তার পকেটে টাকা গুঁজে তাকে ফাসিয়ে দিয়েছে।” তৃণমূল নেতা অজিত মাইতির দাবি, “আমরা আগে থেকেই সন্দেহ করেছিলাম। আর এটা দিল্লির চুরির টাকা। চুরির টাকা দিলীপ ঘোষ, শুভেন্দু মারফত এইভাবে ডিস্ট্রিবিউট করছে বিজেপি নেতারা।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Naka Checking

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.