Home » মহরমের টাকা তুলে দিলেন ক্যান্সার আক্রান্ত হিন্দু ভাইয়ের হাতে আমজাদ বিলাল- রা, একতাই সম্প্রীতি বার্তা নিয়ে আবার শিরোনামে খড়গপুর

মহরমের টাকা তুলে দিলেন ক্যান্সার আক্রান্ত হিন্দু ভাইয়ের হাতে আমজাদ বিলাল- রা, একতাই সম্প্রীতি বার্তা নিয়ে আবার শিরোনামে খড়গপুর

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: সময়টা ভালো যায়না খড়গপুর শহরে মাঝেমধ্যেই জেগে উঠে অস্থিরতার অসুর । দাপিয়ে বেড়ায় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত জলে আগুন,চলে ভাঙচুর,১৪৪, দোকানপাট বন্ধ, ব্যবসাপাতি চৌপট শ্মশানের নীরবতা । ভুগেছে দুই সম্প্রদায়ের মানুষ লভাংশ লুটেছে অসুরের দল । তারপর থেকে খড়গপুর সিদ্ধান্ত নিয়েছেন ভেদাভেদ অসুরকে তারা বোধ করবেন সম্প্রতি ত্রিশূলের দিয়েই । kharagpur news, kharagpur news, latest bengali news, biplabi sabyasachi news, medinipur news, bengal news, kharagpur bengali news, muhurram news,

ছবি- অরিজিত দাস


খবরে প্রকাশ খড়গপুর সাজওয়াল এর বাসিন্দা পেশাএ টোটো চালক বাপি দাস (৩০)স্থানীয় এক দন্ত চিকিৎসকের কাছে নিজের দাঁত তুলতে গিয়ে চিকিৎসায় গাফিলতির জেরে ক্যান্সার আক্রান্ত হয় ওই যুবক । ক্যান্সারের জেরে বন্ধ হয়ে গেছে কথা বলাও চিকিৎসার জন্য লাগবে লক্ষ লক্ষ টাকা টাকা জা তুলতে হিমশিম খাচ্ছে এই গরীব পরিবার । এর মধ্যেই এই গরিব পরিবারের ঠিক বাড়ির পাশে রয়েছেন মসজিদ আরে ঠিক মসজিদের গায়ে লাগা শেখ বিলাল এর ট্রেলার দোকান ।

ছবি- অরিজিত দাস

আক্রান্ত যুবকের গরিব মা গেছিলেন ছেলের জন্য কিছু সাহায্য চাইতে এরপরই ওই এলাকারই সমাজ সংঘের ক্লাবের সদস্য আমজাদ, বিলাল,সালমান রা মিলে প্রশাসনের কাছ থেকে কাছে ১০০০০ টাকা এবং করেনার জন্য নিজেদের মিছিল বন্ধ রেখে সেখান থেকে প্রায় ৩০০০ টাকা তুলে এই ক্যান্সার আক্রান্ত বাপি দাস এর হাতে । তুলে দিযে পরিবারের পাশেই থাকবো জানালো আমজাদ বিলাল রা ।মুসলিম ভাইদের এই প্রেম ভালোবাসা দেখে চোখে চোখের জল থামাতে পারেননি বাপি দাসের বাবা ও পরিবারের লোকেরা । শুধু বাপই নয় এর আগেও ২০১৭ তে ক্যান্সার আক্রান্ত মৃত হিন্দু ভাই আবীর ভাইয়ার জন্য নিজেদের মসজিদের শোকমিছিলে বন্ধ করে লক্ষ লক্ষ টাকা আবির ভূঁইয়ার হাতে তুলে দিয়েছিলে আমজাদ বিলালের মত মুসলিম ভাইরা

ছবি- অরিজিত দাস


ক্যান্সার আক্রান্ত বাপি দাস এর মা কৃষ্ণা দাস জানান প্রতিবেশীর সাথে সাথে এই মুসলিম ভাইয়েরা আমার ছেলের চিকিৎসার জন্য কিছু টাকা আমাকে দিয়েছে আরো দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আমি এদের কাছ থেকে এই টাকা পেয়ে গর্বিত ।
শেখ বিলাল জানালো এরকম বেশ কয়েকজন আমাদের এলাকা থেকে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন আমাদের ক্লাব সমাজ সংঘর কাছে সাহায্য চেয়েছিল তে আমরা তাদেরকে নিজেদের স্বার্থ মত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি ভবিষ্যতে আমি আমজাদ সালমান রা বাড়িয়ে দেব ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.