Home » খড়্গপুর শহরে পুলিশি অভিযানে উদ্ধার মোবাইল ও সোনার গহনা, গ্রেপ্তার ৯

খড়্গপুর শহরে পুলিশি অভিযানে উদ্ধার মোবাইল ও সোনার গহনা, গ্রেপ্তার ৯

by Biplabi Sabyasachi
0 comments

Mobile and gold jewelery recovered

পত্রিকা প্রতিনিধিঃ প্রায় দু’মাস ধরে খড়্গপুর (Kharagpur) শহরে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। বহু জনের মোবাইল (Mobile) এবং গলায় থাকা সোনার চেন (necklace) ছিনতাইয়ের অভিযোগ ওঠে শহরের বিভিন্ন রাস্তায়। অভিযোগও জমা পড়ে করে খড়্গপুর টাউন থানায়। একাধিক অভিযোগ পেয়ে টনক নড়ে পুলিশের। অভিযান চালিয়ে ১৪টি জায়গায় নাকা চেকিং ও সিসি ক্যামেরার মাধ্যমে ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সাথে উদ্ধার করেছে দুটি সোনার গহনা এবং ৩২ টি মোবাইল। পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের অভিযোগ যারা জানিয়েছিলেন তাদের খবর পাঠানো হচ্ছে। নির্দিষ্ট প্রমাণ দেওয়ার পরেই মিলবে খোয়া যাওয়া মোবাইল এবং সোনার গহনা। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা পুলিশ সুপার দীনেশ কুমার (Dinesh Kumar) জানিয়েছেন, খড়্গপুর শহরে দু-তিন মাস ধরে কয়েকটি অভিযোগ জমা পড়েছিল মোবাইল এবং সোনার গহনা (Gold ornaments)ছিনতাইয়ের। ৯ জনকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৩২ টি মোবাইল ও ২টি সোনার গহনা।

আরও পড়ুন:- অনাস্থায় এগরার বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, অপসারিত প্রধান

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- টিকাপ্রাপ্তদের শরীরে অ্যন্টিবডি কতখানি, মেদিনীপুর মেডিক্যাল কলেজের উদ্যোগে শুরু সমীক্ষা

তিনি আরও বলেন, অপরাধমূলক ঘটনা আটকাতে জেলাতে ৫৩০ টি ক্যামেরা লাগানো হয়েছে। তার মধ্যে প্রায় ৩০০ টি ক্যামেরা সচল। বিকল হয়ে যাওয়া সিসি ক্যামেরাগুলি মেরামত করে সচল করার চেষ্টা চলছে। ব্যবসায়ী এবং বিভিন্ন ক্লাবের কাছে আবেদন করা হচ্ছে তারা যাতে সিসি ক্যামেরা লাগিয়ে রাখেন। তাহলে ওইসব রাস্তা দিয়ে যারা অপরাধমূলক কাজ করবে তাদের চিহ্নিত করতে সুবিধা হবে। পুলিশ সুপারের কথায়, ১৮ বছরের নিচে যারা বাইক চালাচ্ছেন তাদের উপর চালানো হচ্ছে নজরদারি। সম্প্রতি খড়্গপুর এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছিল। তাতে নাবালকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

আরও পড়ুন:- মেদিনীপুর শহর জুড়ে কেজরিওয়ালের ছবি সহ পোস্টার, জল্পনা রাজনৈতিক মহলে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Mobile and gold jewelery recovered

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.