Home » Midnapore Hospital: জেলায় মোট সংক্রমিত ২৮৪১, মেদিনীপুর হাসপাতালে বন্ধ হয়ে গেল দু’টি ওয়ার্ড, ঘাটালে চিকিৎসকের সংকট

Midnapore Hospital: জেলায় মোট সংক্রমিত ২৮৪১, মেদিনীপুর হাসপাতালে বন্ধ হয়ে গেল দু’টি ওয়ার্ড, ঘাটালে চিকিৎসকের সংকট

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore Hospital two wards were closed due to increase of Corona infection

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। যার জেরে বন্ধ হয়ে গেল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দু’টি ওয়ার্ড। জেলা স্বাস্থ্য দফতর থেকে জানা গিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে সংক্রমিত সংখ্যা ২৮৯ জন। এ পর্যন্ত জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৮৪১। এদের মধ্যে ২৮১৮ জন বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

আরও পড়ুন:- রাজ্যের নতুন নির্দেশিকায় হচ্ছে পশ্চিম মেদিনীপুরে বামুনবুড়ির মেলা, ভিড় সামাল দেওয়াই চ্যালেঞ্জ

Midnapore Hospital
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ডিএসপি দীঘা পদ তৈরি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস

২৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সংক্রমণ থেকে বাদ যায়নি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। একের পর এক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন ভবনের মেল ও ফিমেল কোল্ড ওয়ার্ড দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে ২৫০ জনের বেশি আক্রান্ত।

Midnapore Hospital

আরও পড়ুন:- জঙ্গলমহলের ঐতিহ্য! সামিয়ানা খাটিয়ে বুলবুল পাখির লড়াইয়ের আসর গোপীবল্লভপুরে

আরও পড়ুন:- দোকানে চুরির ঘটনায় সংঘর্ষ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাঁশকুড়ার তারাপীঠ মন্দির

কিছুজন সুস্থ হয়ে কাজে যোগ দিলেও প্রায় ১৫০ জন স্বাস্থ্যকর্মী এখনো সক্রিয় রোগী হিসেবে চিকিৎসা করাচ্ছেন। সেই কারণেই হাসপাতালের ওয়ার্ড দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু বলেন, ডাক্তার নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা অনেকেই অসুস্থ হওয়ায় চরম সংকট দেখা দিয়েছে। তার উপর হাসপাতালে কোভিড ওয়ার্ড খুলতে হচ্ছে। তাই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওই দু’টি ওয়ার্ড।

আরও পড়ুন:- মেদিনীপুরে তারস্বরে মাইক বাজানোয় বাজেয়াপ্ত করল পুলিশ

অন্যদিকে ঘাটাল মহকুমাতেও প্রায় ৬৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত। এই মহকুমার ক্ষীরপাই, ঘাটাল, চন্দ্রকোনা হাসপাতালেও চিকিৎসকের সমস্যা দেখা দিয়েছে। ক্ষীরপাই এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ হওয়াতে ব্যাঙ্কটি বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য। ফলে পরিষেবা নিয়ে হয়রানি হচ্ছেন অনেকেই। সমস্যা দেখা দিয়েছে খড়্গপুর মহকুমাতেও। এই মহকুমাতে প্রায় ২০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত। ফলে তিন মহকুমার হাসপাতালেই বেশ কিছু অপারেশনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- বনদেবী থেকে হাতিধরা পুজোতে মাতলো জঙ্গলমহলবাসী, কুড়মিদের নববর্ষ উদযাপন

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Midnapore Hospital

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.