MGNREGA, One hundred days’ wages are not paid even after 4 months of work in West Midnapore.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ১০০ দিনের প্রকল্পে কাজ করেও সাড়ে চার মাস ধরে টাকা না মেলায় ক্ষোভে ফুঁসছে দিনমজুরেরা। আর এতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শুধু তাই নয় ১০০ দিনের কাজে বেশ কয়েক মাস ধরে টাকা না মেলায় ১০০ দিনের কাজের গতি কমেছে বলে প্রশাসন সূত্রে খবর। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গার মতোই ঘাটাল,চন্দ্রকোনা,দাসপুরের ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডাররা বেশ কিছুদিন কাজ করে টাকা না পেয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে।
আরও পড়ুন:- রাজ্যে দশম এবং দেশের সেরা কলেজের তালিকায় স্থান পেল মেদিনীপুর সিটি কলেজ
পাশাপাশি শ্রমিকদের মজুরি টাকা দিতে না পেরে জেলার অনেক গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কাজের পরিমান কমিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ২১১ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে ঘাটাল মহকুমার ৪৮ টি গ্রাম পঞ্চায়েত।কেন মজুরি মিলছেনা শুরু হয়েছে জোর রাজনৈতিক টানাপোড়েন। ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি বলেন,”শুধুমাত্র ঘাটাল ব্লকে বাকি রয়েছে ১৮ কোটি টাকা , আর এই টাকা না মেলায় কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন:- শিকারে ৯০ শতাংশ জমায়েত আটকানো গিয়েছে! মেদিনীপুরে জানালেন ডিএফও
MGNREGA
আরও পড়ুন:- “হিংসা হতেই পারে, আটকাবে প্রশাসন,” মেদিনীপুরে বললেন সুকান্ত মজুমদার
“পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর,প্রায় ২০০ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে শুধু ১০০ দিনের কাজের মজুরি বাবদ।যদিও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব, ঘাটালের বিজেপি নেতা রামকুমার দে বলন,’ তৃণমুল সব সময় কেন্দ্র দিচ্ছেনা বলে বেড়ায়, কেন্দ্র রাজ্যকে তার প্রাপ্য টাকা দিয়ে চলেছে।বর্তমানে রাজ্যের অর্থনৈতিক অবস্থা শোচনীয়,আর একশো দিনের কাজের অধিকাংশ কার্ডই তো ভুয়ো।তৃণমুলের নেতারা এই প্রকল্পের টাকা মারার জন্য নিজেরাই স্বজনপোষন করে চলেছে।”একশো দিনের কাজের টাকা শ্রমিকদের একাউন্টে ঢুকছেনা তা স্বীকার করে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান,’মহকুমায় আমরা একশো দিনের কাজে রেকর্ড শ্রমদিবস তৈরি করেছি চন্দ্রকোনা ২ ব্লক জেলার সেরা স্থানও অর্জন করে।
আরও পড়ুন:- ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে
আরও পড়ুন:- ডেঙ্গু সহ মশাবাহিত রোগ দমনে আগে থেকেই তৎপর স্বাস্থ্য দফতর
সেদিকে আমাদের কোনও সমস্যা নেই কিন্তু একশো দিনের কাজের টাকা সরাসরি কেন্দ্র শ্রমিকদের একাউন্টে দিয়ে দেয়।গতবছরের কয়েকমাস ও এবছরের কয়েকমাস মিলে ৪-৫ মাস হবে তা ঢুকছে না এবিষয়ে আমরা আমাদের ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”প্রশাসনের যুক্তি বা রাজনৈতিক টানাপোড়েন যাই হোক না কেন ১০০ দিনের কাজের সাথে যুক্ত ঘাটাল, চন্দ্রকোনা,দাসপুর সহ জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রের এই প্রকল্পের কাজের সাথে যুক্ত মানুষ চাইছে তাদের একাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া টাকা আসুক এবং আগের মতোই পুরো দমে কাজ শুরু হোক।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
MGNREGA
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore