medinipur corona news bengali, biplabi sabyasachi, medinipur latest news, medinipur corona news bengali
পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের শুক্রবারর রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আক্রান্ত ১৪৬ জন। যার মধ্যে মেদিনীপুর শহরও শহরতলিতে রয়েছেন ৪৩জন। খড়্গপুর লোকাল ও শহরে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২জন। এছাড়াও বেলদায় ১০, গড়বেতায় ২৭, ঘাটালে ৭, দাসপুরে ১০, সবংয়ে ৭, কেশপুরে ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার লকডাউন থাকা সত্ত্বেও শহর ও শহর সংলগ্ন এলাকায় পুলিশের লাঠিপেটা ও কড়া নজরদারিকে পিছুপা করে কোনো কারণ ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েছেন। মেদিনীপুর শহরে কোতোয়ালী থানার আই.সি ও টাউন বাবুর নজরদারি থাকায় লকডাউন সম্পূর্ণ ভাবে সফল হয়। গত ২ দিন শহরের রাস্তা ছিল শুনসান। কোনো কারণ ছাড়াই লকডাউন অমান্য করে রাস্তায় বেরোলে প্রশাসনের তরফে নেওয়া হয় আইনি পদক্ষেপ। এরই মধ্যে শহরে করোনা আক্রান্তের গ্রাফ আকাশছোঁয়া। শুক্রবার রাতের রিপোর্ট অনুযায়ী শহরে রেকর্ড সংক্রমণ । গত ৪৮ ঘন্টায় শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬।
আরও পড়ুন-জেলায় রেকর্ড সংক্রমণ, মেদিনীপুর শহরের ২৩ জন ও খড়্গপুরের এক দুই বছরের শিশু সহ করোনায় মোট আক্রান্ত ৭২
মেদিনীপুর শহরের কোতোয়ালীর অধীনে সঙ্গতবাজার এলাকায় একই পরিবারের এক মহিলা (৪৮) ও যুবতীর (২৭) গত ১৯ আগস্ট লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠালে শুক্রবার রাতেই রিপোর্ট পজিটিভ আসে । অপরদিকে শহরের রবীন্দ্রনগর সংলগ্ন এলাকায় এক প্রথম শ্রেণির করোনা যোদ্ধা তথা এক চিকিৎসকের (৩২) গত বুধবার করোনা পরীক্ষা করা হলে শুক্রবার রাতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে।সিপাইবাজার এলাকায় এক বছর ৪৪ এর মহিলাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও শহরের এক প্রথম শ্রেণির করোনা যোদ্ধার (৫৮) করোনা রিপোর্টও পজিটিভ আসে। তবে তিনি কোন জায়গার বাসিন্দা জানা যায়নি।শহরের স্কুল বাজারে এক পরিবারের এক ৫১ বছরের বৃদ্ধা ও ২৯ বছর বয়সী যুবকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। অপরদিকে বল্লভপুর এলাকায় এক যুবতীর (২৩) গত বুধবার লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠালে শুক্রবার রাতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাদ পড়েননি যারা করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধা হয়ে লড়াই করেছেন। শহরের পুলিশ লাইন বারাকের একসঙ্গে ৪ জন পুলিশ কর্মীর (৫৮,৫৪,৩৭ ও ২৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও মেদিনীপুর শহর ও শহরতলিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন।
খড়্গপুর শহরও গ্রামীণ এলাকায় আক্রান্তের সংখ্যা ৩২জন। এদের মধ্যে রেলে সংযোগে আক্রান্ত হয়েছেন ৭ জন । এই ৭ জনের মধ্যে রয়েছেন খড়গপুর ৫ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার ৪৭ বছরের এক মহিলা। নিউ সেটেলমেন্ট এলাকার এক ব্যক্তির (৪৭) ও ৫১ বছর বয়সী বৃদ্ধারও করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। রেলশহরের ৩১ নং ওয়ার্ডের বড় আয়মা এলাকার এক ৪০ বছরের ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও খড়্গপুর এলাকার সাউথ সাইড এলাকার রেল আবাসনের এক ব্যক্তির(৪১) কোভিড রিপোর্ট পজিটিভ আসে।খড়্গপুর লোকাল এলাকার মালঞ্চ, সাহাচক এলাকায় এক ব্যক্তি (৩৬), ২৯ বছর বয়সী এক যুবক ও এক যুবতীর (২৬) করোনা রিপোর্ট পজিটিভ আসে। রেলশহরের দেবলপুর এলাকায় একই পরিবারের স্বামী (৪৬)- স্ত্রী (৪০) একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।শহরের ৯ নম্বর ওয়ার্ডের কুমারপাড়া এলাকায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও খড়গপুর শহর ও শহরতলি সহ সর্বত্র করোনার থাবা বসায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ জন।গত ৪৮ ঘন্টায় রেলশহরে দুর্দান্ত ব্যাটিং চলায় সেঞ্চুরি পার করল করোনা আক্রান্তের সংখ্যা।
- সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলhttps://www.youtube.com/channel/UC6tq4f1bvo9T__KSpZoKQNg
1 comment
[…] […]
Comments are closed.