Home » অবৈধ বালি কারবারে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ২৩ জন, আটক একাধিক গাড়ি

অবৈধ বালি কারবারে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ২৩ জন, আটক একাধিক গাড়ি

by Biplabi Sabyasachi
0 comments

police verification

আরও পড়ুন ঃপশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় ভাঙল বাড়ি, ক্ষোভ

পত্রিকা প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় রমরমিয়ে চলছিল অবৈধ ভাবে বালি তোলা। সম্প্রতি মন্ত্রী মানস ভূঁইয়া (Manas Bhunia) বালি তোলা বন্ধে হুঁশিয়ারি দিলেও কাজের কাজ কিছু হয়নি। বিপ্লবী সব্যসাচী ডিজিটালে আমরা নিয়মিত দেখিয়েছি কিভাবে নদী গর্ভ থেকে অসাধু উপায়ে বালি তোলা হচ্ছে। সেই বালি নিয়ে পুলিশের সামনেই রাস্তা দিয়ে ছুটছে ওভারলোডিং (Overloading) বালি গাড়ি। প্রশ্ন উঠেছিল পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।

নিজস্ব চিত্র

এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শনিবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ (Paschim Medinipur Police)। গুড়গুড়িপাল (Gurguripal) থানার মনিদহতে (Manidaha) অবৈধ ভাবে বালি তোলায় ট্রাক্টর সহ কয়েকটি মেশিন আটক করে। খড়্গপুরের গুমড়িয়াপালেও অভিযান চালায় পুলিশ। সারা রাত ধরে জেলার বিভিন্ন জায়গায় নাকা চেকিং ও সিসিটিভি ক্যামেরার সাহায্যে অবৈধ বালি পাচার ও ওভারলোডিং বালি গাড়ি আটক করে জেলা পুলিশ। পুলিশ সুপার (superintendent of police) দীনেশ কুমার (Dinesh Kumar Jana) জানান, অবৈধ বালি কারবারে খাদানগুলিতে অভিযান চালানো হয়েছে। পাশাপাশি রাতেও বিভিন্ন নাকা পয়েন্টে চেকিং করা হয়। ২৩ জনকে আটক করা হয়েছে। একটি জেসিবি,৩৪ টি লরি ও ট্রাক্টর, ১০ টি ওভারলোডেড বালি গাড়ি আটক করা হয়েছে। তিনি জানান, নিয়মিত এই অভিযান চলবে। বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে বালি মজুত করলেও ব্যবস্থা নেওয়া হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

police verification

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.