Home » ভাইফোঁটায় আবার আসব , মেদিনীপুরে পরাজিত বিজেপি প্রার্থী শমিত’কে কথা দিলেন জুন

ভাইফোঁটায় আবার আসব , মেদিনীপুরে পরাজিত বিজেপি প্রার্থী শমিত’কে কথা দিলেন জুন

by Biplabi Sabyasachi
0 comments

June Malia

আরও পড়ুন ঃ-বাড়ছে করোনা, বন্ধ হল মেচেদা- দীঘা লোকাল ট্রেন

আরও পড়ুন ঃ-দাঁতনে একাধিক বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড

পত্রিকা প্রতিনিধিঃ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে শপথবাক্য় পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আর সেই মহা অনুষ্ঠান সারা রাজ্যের পাশাপাশি ভার্চুয়ালে দেখেন পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ জন বিধায়ক। এদিন সকাল ১০ট থেকে মেদিনীপুর শহরের ফেডারেশন হলে বড় স্ক্রিন লাগিয়ে বিধায়ক সহ জেলার নেতৃত্ব ও কর্মীরা এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেন। অপরদিকে এদিন দলের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে সবার সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী জুন মালিয়াও।

এদিন ভার্চুয়াল অনুষ্ঠান শেষে জুন মালিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে সোজা চলে যান পরাজিত বিজেপি প্রার্থী তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শমিত কুমার দাসের বাড়িতে। আর সেখানে গিয়ে ২ জনের মধ্যে উষ্ণ অভ‍্যার্থনা বিনিময় হয় এবং পরে শমিত কুমার দাসের বাড়ির ড্রয়িং রুমে বসে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি শান্তির বার্তা দিলেন মেদিনীপুরের নব নির্বাচিত তৃণমূল বিধায়ক জুন মালিয়া। তিনি আরও বলেন , ভাইফোঁটায় আবার আসব। সেই সঙ্গে চাইলেন তার সহযোগিতাও। বিজেপি প্রার্থী সমীত দাশের বাড়িতে গিয়ে মিষ্টিমুখও করান তিনি। সেখানে উভয়েই এলাকাবাসীকে শান্তি বজায় রাখার আহবান জানান।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

June Malia

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.