Home » টিকাপ্রাপ্তদের শরীরে অ্যন্টিবডি কতখানি, মেদিনীপুর মেডিক্যাল কলেজের উদ্যোগে শুরু সমীক্ষা

টিকাপ্রাপ্তদের শরীরে অ্যন্টিবডি কতখানি, মেদিনীপুর মেডিক্যাল কলেজের উদ্যোগে শুরু সমীক্ষা

by Biplabi Sabyasachi
0 comments

Antibodies After Vaccinated

পত্রিকা প্রতিনিধি: ফের পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় শুরু হল সেরো সার্ভিলেন্স। মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Midnapore Medical College) মাইক্রোবায়োলজি (Microbiology) বিভাগের তত্ত্বাবধানে করোনা টিকা (Covid Vaccine) প্রাপ্তদের উপর শুরু হয়েছে এই সমীক্ষা। কোভ্যাকসিন এবং কোভিশিল্ড প্রাপকদের নিয়েই এই সমীক্ষা বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাক্তার পার্থ সারথি শথপথি (Partha Sarathi Satpati)। করোণা টিকা নেওয়ার পর ভাইরাস কতটা আটকানো সম্ভব ,শরীরের অ্যান্টিবডি স্থায়িত্ব কত দিন তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা। পরে বুস্টার ডোজ টিকা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা তাও দেখা হবে এই সমীক্ষার মাধ্যমে। প্রথম সারির কোভিড যোদ্ধার সঙ্গে সাধারণ মানুষও এই সমীক্ষায় অংশ নিতে পারবেন। ইতিমধ্যে মেডিক্যাল কলেজ মাইক্রোবায়োলজি বিভাগের সামনে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। ওড়িশার (Odisha) বালেশ্বরে ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সে (Baleshwar Institute of Science) বেশ কিছু নমুনাও পাঠানো হবে ।বিশেষ পরীক্ষার জন্য ।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বিজেপির হাতছাড়া গড়বেতার মাকলি গ্রাম পঞ্চায়েত, উল্লাস তৃণমূলের

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মেদিনীপুর শহর জুড়ে কেজরিওয়ালের ছবি সহ পোস্টার, জল্পনা রাজনৈতিক মহলে

পার্থসারথি বাবুর মতে কোভিশিল্ড (Covishield) এবং কোভ্যাকসিনের (Covaxine) দুটি করে টিকা যাঁরা নিয়েছেন তাঁদের উপর চলবে এই সমীক্ষা। দু ধরনের টিকা প্রাপকদের জন্য ৪০০ জন করে মোট ৮০০ জনের উপরে হবে এই সমীক্ষা। দ্বিতীয় টিকা নেওয়ার তিন মাস পরই নমুনা দেওয়া যাবে। ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু (Panchanan Kundu) বলেন, ” গত বছর যখন টিকা আসেনি তখন অ্যান্টিবডি নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল ।করোনা আক্রান্ত , তা থেকে সুস্থ হয়ে ওঠা এবং কোভিড না হওয়া ব্যক্তিদের উপরে সেই সমীক্ষা হয়েছিল ।এবারে যে সমীক্ষা হবে তাদের টিকা নেওয়ার পর মানুষের শরীরে কতটা এন্টিবডি তৈরি হয়েছে এবং পুষ্টি প্রক্রিয়ার সমীক্ষা চালানো হবে। তিন মাস সময় লাগবে এই পরীক্ষাতে ।বুস্টার টিকা কখন দেওয়া উচিত তার খোঁজে এই সমীক্ষা।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরে হুড়োহুড়ি, সামাল দিতে হাজির পুলিশ

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে যানজট এড়াতে সক্রিয় পুলিশ, সরিয়ে দিল রাস্তার দুপাশের গাড়ি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Antibodies After Vaccinated

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.