Home » পশ্চিম মেদিনীপুরে বিজেপির হাতছাড়া গড়বেতার মাকলি গ্রাম পঞ্চায়েত, উল্লাস তৃণমূলের

পশ্চিম মেদিনীপুরে বিজেপির হাতছাড়া গড়বেতার মাকলি গ্রাম পঞ্চায়েত, উল্লাস তৃণমূলের

by Biplabi Sabyasachi
0 comments

Without BJP

পত্রিকা প্রতিনিধি: ফের গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির (BJP)। এবার গড়বেতা (Garbeta) ২ ব্লকের মাকলি (Makli) গ্রাম পঞ্চায়েত। অঞ্চলের দখল নিল তৃণমূল (TMC)। ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই একের পর এক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিজেপির হাতছাড়া হয়ে গিয়েছে। গড়বেতা ২ ব্লকের মাকলি অঞ্চলটি ১১ টি সংসদ নিয়ে গঠিত। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৬ টি এবং তৃণমূল ৫ টি আসন দখল করে। স্বাভাবিকভাবেই বিজেপি প্রধান ,উপপ্রধান হয়ে বোর্ড দখল করে বিজেপি। কয়েকদিন আগে বিজেপির পঞ্চায়েত সদস্যা অঞ্জনা দুলে (Anjana Dule) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এতে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল ৬ টি এবং বিজেপি সংখ্যা কমে দাঁড়ায় ৫ টিতে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস ।এবার পঞ্চায়েত অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল ।

আরও পড়ুন:- মেদিনীপুর শহর জুড়ে কেজরিওয়ালের ছবি সহ পোস্টার, জল্পনা রাজনৈতিক মহলে

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরে হুড়োহুড়ি, সামাল দিতে হাজির পুলিশ

নিজস্ব চিত্র

বুধবার বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে নতুন বোর্ড তৈরি হয়। এদিন ভোট গ্রহণের সময় বিজেপির প্রধান ও উপপ্রধান সহ কেউ উপস্থিত ছিলেন না ।কোনো বাধা ছাড়াই পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস ।নবনির্বাচিত বোর্ডের প্রধান মনোনীত হয়েছেন টিয়া কুণ্ডু (Tiya Kundu) এবং প্রধান হয়েছেন কাঞ্চন মুর্মু (Kanchan Murmu)। এদিন বোর্ড গঠন হওয়ার পরেই সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন:- দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ব মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক পদে প্রশিক্ষণ প্রাপ্ত ৮৩ জনকে নিয়োগ


নতুন প্রধান টিয়া কুন্ডু বলেন, ” গত কয়েক বছর বিজেপি এই পঞ্চায়েতটি চালিয়েছিল। মাত্র এই কয়েক বছরেই দুর্নীতিতে ছেড়ে গিয়েছিল গোটা পঞ্চায়েত একটি টেন্ডার দুর্নীতি ছাড়াও কাছের লোককে প্রকল্প দেওয়া ও ১০০ দিনের কাজের দুর্নীতিতে ভরে গিয়েছিল। সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই স্বচ্ছ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়া হবে। উপপ্রধান কাঞ্চন মুর্ম্মু বলেন, “পঞ্চায়েতের প্রতিটি সংসদের প্রত্যেক পরিবার যাতে সমানভাবে সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন সেই লক্ষ্যেই কাজ করে যাবো।”

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে যানজট এড়াতে সক্রিয় পুলিশ, সরিয়ে দিল রাস্তার দুপাশের গাড়ি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Without BJP

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.