Abhishek at the target of Dilip
আরও পড়ুন ঃ-পটাশপুরে তৃণমূলের অফিসে বোমাবাজি ও আগুন, অভিযুক্ত বিজেপি
পত্রিকা প্রতিনিধি: শুক্রবারের পর শনিবার মোহনপুর ও দাঁতনে একাধিক কর্মসূচি করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন প্রথমে চা চক্রে যোগ দেন। রামপুরাতে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এরপরে নয়াগাঁ, বোড়াই, গোমুণ্ডাতে গৃহ সম্পর্ক অভিযান করেছেন। মোহনপুরের ধুইপাড়াতে আরও একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে দাঁতনে আসেন একই কর্মসূচিতে। মোহনপুর ও দাঁতনে কয়েকটি জায়গায় বক্তব্য রাখেন। দাঁতনের আঁইকোলা, হরিপুরাতে গৃহ সম্পর্ক অভিযান করেন। দুপুরে পলাশিয়াতে ভোজন সারেন। দাঁতন দক্ষিণ মণ্ডলের একটি কার্যালয় উদ্বোধন করে বলভদ্রপুরে হুডখোলা গাড়িতে চাপেন তিনি। শোভাযাত্রা করে দাঁতন হাসপাতাল পর্যন্ত পৌঁছে এদিনের কর্মসূচি শেষ করেন। এখানেই বক্তব্য রাখেন তিনি। তার বক্তব্যে আগাগোড়াই ছিল তৃণমূল ও সরকারের বিরুদ্ধে আক্রমণ। কাটমানির দল তৃণমূল বলে কটাক্ষ করেন। তিনি কৃষকের ধান কম দামে কেনা হচ্ছে। কাটমানি খাচ্ছে তৃণমূল। তার বক্তব্য,” অর্ধেক যাচ্ছে কালীঘাটে, অর্ধেক ঢুকছে নেতাদের পকেটে।”
তৃণমূলের ভেতর দ্বন্দ্বের কথাকে তুলে এনে দাঁতনে দিলীপ বলেন,” দিদির ভায়েরা সব চলে যাবে বলছে। দ্বন্দ্ব শুরু হয়েছে। আর এতে কালীঘাটের ওই চালাঘরটা ভাঙল বলে। টালি খসে খসে পড়ছে।” অন্যদিকে অভিষেক বন্দোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েননি। তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে কটাক্ষ করে বলেন,দুয়ারে দুয়ারে চাল চোর’। তৃণমূলকে কটাক্ষ করে তার বক্তব্য, যমের দুয়ারে সরকার পৌঁছেছে। চোরের সরকার চলছে। আগামী মে মাসে তৃণমূলের শ্রাদ্ধ শান্তি করে দেব।” আগাগোড়াই বেলাগাম ছিলেন দিলীপ। ছিলেন আক্রমণাত্মক। তার দাবি মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তার বক্তব্য, মানুষ ভোট দিলে বিজেপি জিতবে। রাজ্যে পরিবর্তন হবে।” সরকারের স্বাস্থ্য সাথী কার্ড নিয়েও কটাক্ষ করেছেন। কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারতের’ কথা উল্লেখ করেন। এ রাজ্যে সরকার চালু করতে দেয়নি বলেই দাবি দিলীপের।
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তিনি বলেন,” এই কার্ডে এক কিলোগ্রাম চালও পাওয়া যায় না। একটা বিড়ি, একটা পানও পাওয়া যায় না। কোথাও এই কার্ডের সুবিধা পাওয়া যাচ্ছে না। এবারে দিদির কার্ড চলবে না, দাদার কার্ড চলবে।” আক্রমণ থেকে বাদ যায়নি পুলিশও। বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পর যে সব পুলিশ মিথ্যে মামলা দিয়েছিল তাদের কোমরে দড়ি বেঁধে টেনে আনার হুমকি দিয়েছেন দিলীপ। ডিসেম্বরের পর থেকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে শুরু হবে পরিবর্তন। যা মে মাসে শেষ হবে। নতুন সূর্য উঠবে বলে মন্তব্য করেন। বিধানসভা নির্বাচনে জয়ের পর দুর্নীতিগ্রস্ত নেতাদের জেলে পাঠানো থেকে গ্রামছাড়া করার হুমকিও দিয়েছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Abhishek at the target of Dilip
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore