Home » ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম তুলতে ‘দুয়ারে সরকার’ শিবিরে ভিড় পশ্চিম মেদিনীপুরে

‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম তুলতে ‘দুয়ারে সরকার’ শিবিরে ভিড় পশ্চিম মেদিনীপুরে

by Biplabi Sabyasachi
0 comments

Duare Sarkar

আরও পড়ুন ঃ পাখির চোখ ২০২৪-এর লোকসভা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদল

পত্রিকা প্রতিনিধি: প্রকল্পের কাজ শুরু হতেই ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar)-এর লাইনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হল বিভিন্ন জেলায়।চরম অব্যবস্থার অভিযোগ পশ্চিম মেদিনীপুরেও (Paschim Medinipur)। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Laxmi Bhandar) এর ফর্ম পেতে তুমুল হুড়োহুড়ি দেখা যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় (Chandrakona)। প্রকল্পের ফর্ম বিলিকে কেন্দ্র করে ঝামেলা বাধে ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে (Krishnapur)। কোভিড বিধি মেনে দুয়ারে সরকার শিবিরে যেতে বলা হয় এলাকাবাসীকে। কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই ঠাসাঠাসি ভিড় লক্ষ্য করা যায় কৃষ্ণপুর খেলার মাঠে। হুড়োহুড়ি তো বটেই, মাঠের তারের বেড়া টপকেও ফর্ম নিতে ছুটতে দেখা যায় মানুষকে। পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার (Ekbal Sarkar) জানান, প্রচুর মানুষের জমায়েতের কারণে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Rich results in Google SERP when searching for "Duare Sarkar"
নিজস্ব চিত্র

Laxmi Bhandar

অপরদিকে প্রথম দিনের দুয়ারে সরকার প্রকল্পে মেদিনীপুর সদর ব্লকের বাড়ুয়া (Barua) মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ফর্ম তুলতে হাজির হন কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। এঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম বিলি হলেও, সবচেয়ে লম্বা লাইন পড়ে লক্ষ্মীর ভাণ্ডার কাউন্টারে। সেখানে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় মহিলাদের মধ্যে। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বেশ কয়েকটি কাউন্টার খোলা হয়। ভিড় জমতে থাকায় পরে কাউন্টারের সংখ্যা আরো ২ টি অতিরিক্ত করা হয়। রীতিমত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়।দীর্ঘক্ষণ ফর্মের লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ি, ধস্তাধস্তি করে এদিন প্রায় ৪ জন মহিলা অসুস্থ হয়ে পড়েন। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়। লাইনে অপেক্ষারত মহিলাদের দাবি,কোভিডকালে কোনোরকম সামাজিক দূরত্ব মান্য না করেই ফর্ম বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন ঃ ‘বাংলার লজ্জা মুখ্যমন্ত্রী’, পশ্চিমবঙ্গ বাঁচানোর দাবিতে মেদিনীপুরে মিছিল বিজেপির

নিজস্ব চিত্র

এদিন বাড়ুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পরিস্থিতি দেখে করোনা দাপট যে এখনও কমেনি তা বোঝার উপায় ছিল না। কয়েক হাজার মানুষ গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে ছিলেন, বেশিরভাগের মুখেই ছিল না মাস্কটুকুও। লাইনে দাঁড়িয়ে মহিলাদের দাবি, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি, তবুও ফর্ম পাওয়া যাবে কিনা বুঝতে পারছি না। শিরোমণি গ্রাম পঞ্চায়েতের খাদ্য কর্মাধ্যক্ষ গোপাল দে জানান, তাঁরা অনুমান করতে পারেননি যে এই পরিমাণে ভিড় হবে। ফলে পরের দিকে কাউন্টারের সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়।

আরও পড়ুন ঃ আজকের রাশিফল – ১৭ আগষ্ট ২০২১, বাঃ – ৩১ শ্রাবণ ১৪২৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Duare Sarkar

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.