Home » করোনার ব্যাটিংয়ে মেদিনীপুর শহর ও শহরতলিতে ফের আক্রান্ত ৫২, খড়্গপুরের ৬১ জন সহ জেলায় মোট আক্রান্ত ১৭৭

করোনার ব্যাটিংয়ে মেদিনীপুর শহর ও শহরতলিতে ফের আক্রান্ত ৫২, খড়্গপুরের ৬১ জন সহ জেলায় মোট আক্রান্ত ১৭৭

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের (আর.টি.পি.সি.আর., অ্যন্টিজেন ও ট্রুনেট) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপির জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭৭ জন। ২২ সেপ্টেম্বরের রাতের রিপোর্ট অনুযায়ী জেলায় মোট এখনো পর্যন্ত চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৯৯৭ জন (মোট ৮৬৯১)। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১২৮। গতকালের (২১ সেপ্টেম্বর) থেকে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২।মেদিনীপুর শহর ও শহরতলিতেই আক্রান্ত হয়েছেন ৫২ জন ও খড়্গপুরে ৬১ জন। Corona, corona, covid-19, medinipur coronavirus, lastest bengali news, biplabi sabyasachi news

ফাইল চিত্র

মেদিনীপুর শহরের বিধাননগর ,মির্জাবাজার (একই পরিবারের ৩ জন), মিয়াবাজার, নতুনবাজার, ডাকবাংলো রোড, , রাঙামাটি, নতুনবাজার, খাপ্রেল বাজার, কুইকোটা (একই পরিবারের ৩জন) , পাহাড়িপুর, পাটনাবাজার,ধর্মা ও হাতারমাঠ সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে। এছাড়া মেদিনীপুর সদরের চাঁদড়ার অন্তর্গত দেপাড়া, চিলগোড়া ও সাতগড়িয়া (শিরোমনি), বাড়ুয়া এলাকায় ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও করোনা যুদ্ধের প্রথম শ্রেণীর সারিতে থাকা কয়েকজন যোদ্ধাও আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
খড়্গপুরে ২২ সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী মোট ৬০ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। রেলশহর খড়্গপুরের মালঞ্চ, কৌশল্যা, সুকান্তপল্লী(১১ নং ওয়ার্ড), ধোবিঘাট, ইন্দা ,সুভাষপল্লী, শ্রীকৃষ্ণপুর,সোনামুখি (ঝুলি), সারদাপল্লী, তালবাগিচা, মালঞ্চ, বারবেটিয়া, পুরাতনবাজার, ভবানীপুর, আরামবাটি,গোলবাজার, সালুয়া সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে। খড়্গপুর গ্রামীণের মাদপুর, পপরআড়া, জামজেঠিয়া, রাখাজঙ্গল,ধোবানি সহ সাউথ ইস্টার্ন রেলওয়ের আবাসন সহ ১০ নম্বর ওয়ার্ডের বিশাল পাড়া, ১৭ নম্বর ওয়ার্ডের খরিদা, নিউ সেটেলমেন্ট, ছোটা আয়মা, সাউথ সাইড ,মাওয়া এলাকায় বেশকয়কজন করোনায় সংক্রমিত হন।খড়্গপুর শহরে Emergency Force line ( জরুরী ভিত্তিতে রাখা রাখা জওয়ান ) এর ৮ জন জওয়ানের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়।

আরও পড়ুন- এগরার বাজারে পদ্মার ‘রূপালী শস্য’,খুশী মৎস্য ব্যবসায়ীরা

এছাড়াও সাতবাঁকুড়ার ডাবচা সংলগ্ন এলাকায় একই পরিবারের জন করোনায় আক্রান্ত হন। দাসপুরে মোট ১৫ করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। তাঁরা পলাশিয়া, ভুটা,মামুদপুর,নুনিয়াগোডা, সাগরপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানা যায়। ঘাটালেও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন । ঘাটালের শীলারঞ্জন,খড়িকা (একই পরিবারের ৩জন), জলসরা (একই পরিবারের ২ জন), শিবপুর সহ খাসবাড় এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে।এছাড়াও ঘাটাল থানার দুই জন কর্মী সহ ঘাটাল মহকুমা হাসপাতালের মোট ৪ জন করোনা যোদ্ধার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সবংয়ে একই পরিবারের ৩ জন (মহিলা-৫৫, প্রৌঢ় -৬২, যুবক-৩২) করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও কেশিয়াড়ী (৩ জন), দাঁতন (২ জন),চন্দ্রকোনা (১ জন),গড়বেতায়ও (৫ জন) করোনা আক্রান্তের হদিশ মেলে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.